শনিবার ● ৩১ আগস্ট ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজান দেশের শ্রেষ্ঠ মডেল উপজেলা : ইলিয়াস হোসেন
রাউজান দেশের শ্রেষ্ঠ মডেল উপজেলা : ইলিয়াস হোসেন
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: রাউজান বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ মডেল উপজেলা। রাউজানের মধ্যে শ্রেষ্ঠ সরকারী প্রাথমিক বিদ্যালয় চিকদাইর মুন্সিপাড়া স্কুল। এই স্কুলের পরিবেশ দেখে আমি মুগ্ধ। আজ শনিবার সহস্রাব্দ উন্নয়ন লক্ষমাত্রার ৪নং অভিষ্ঠ মানসম্মত শিক্ষা নিশ্চিতককরণ ও শিক্ষার্থীদের চিকদাইর মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝরেপড়া রোধকল্পে চিকদাইর মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির চট্টগ্রাম জেলা প্রশাসক মো. ইলিয়াছ হোসেন। রাউজান উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানেে সভাপতিত্ব করেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান একে এম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা সহকারী ভূমি কমিশনার এহাসান মুরাদ, স্থানীয় চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌহিদ তালুকদার, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মো. ইদ্রিস , মুন্সিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আলমগীর কবির চৌধুরী, রাউজান পৌর ২য়প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ ও উপজেলা আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম চৌধুরী রানা প্রমুখ। অনুষ্ঠান শুরু আগে প্রধান অতিথি ফলদ গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন করেন। পরে প্রাথমিক বিদ্যালয়ের ৫শত শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ তুলে দেন প্রধান অতিথি। এর পরে চিকদাইর উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশে যোগ দেন। সেখান থেকে রাউজান উপজেলা কম্পিউটার প্রশিক্ষক সেন্টার উদ্বোধন করেন তিনি।
রাউজানে ডাঃ রাজা মিয়া স্কুলে বৃক্ষরোপন কর্মসূচি
সংবাদ বিজ্ঞপ্তি :: রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের ১৪৫ নং উত্তর গুজরা ডাঃ রাজা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ৩১ আগস্ট সকাল ১১ ঘটিকায় বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপন কর্মসূচিতে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মফিজুর রহমান সওদাগরের সুযোগ্য পুত্র লিয়াকত আলী চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল মালেক মেম্বার। বিশেষ অতিথি ছিলেন রাউজান সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক নেজাম উদ্দিন রানা। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক চন্দন খাস্তগীর। সহকারি শিক্ষক শিব নারায়ন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষিকা হাসনে আরা বেগম ও অপর্ণা বড়ওয়া।