সোমবার ● ২ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পিসিজেএসএস নেতা চ সা থোয়াই মারমাকে কারা ফটক থেকে আবারো গ্রেপ্তার করেছে পুলিশ
পিসিজেএসএস নেতা চ সা থোয়াই মারমাকে কারা ফটক থেকে আবারো গ্রেপ্তার করেছে পুলিশ
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের থানচি উপজেলার পুরুষ ভাইস চেয়ারম্যান ও উপজেলা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস-মুল) সভাপতি চ সা থোয়াই মারমাকে কারাগারের ফটক থেকে আবারো গ্রেপ্তার করেছে পুলিশ। বান্দরবান সদর উপজেলা আওয়ামী লীগের নেতা চ থোয়াই মং মারমা হত্যা মামলার আসামি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এই নেতা হাইকোর্ট থেকে জামিনের পর আজ সোমবার ২ সেপ্টেম্বর দুপুরে কারাগার থেকে বের হয়। এরপরই পুলিশ তাকে কারাগারের ফটক থেকে আবারো গ্রেপ্তার করেন।
পুলিশ সূত্র জানান, আওয়ামী লীগের সমর্থক ক্যচিং থোয়াই হত্যা মামলার আসামি থানচি উপজেলার ভাইস চেয়ারম্যান চ সা থোয়াই মারমা। তাকে ওই মামলায় গ্রেপ্তার করা হয়েছে। ওই মামলায় চ সা থোয়াই ছাড়াও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক কে এস মং মারমা এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক ক্যবা মং মারমাও আসামি রয়েছেন। এরা সবাই পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি চ থোয়াই মং মারমার হত্যা মামলারও আসামি।
পৌর আওয়ামী লীগের নেতা চ থোয়াই মং মারমার হত্যা মামলার আসামী থানচি উপজেলার ভাইস চেয়ারম্যান চ সা থোয়াই মারমাকে গ্রেপ্তারের ব্যাপারে বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, গত ১৯ মে বান্দরবান সদর উপজেলার রাজবিলা এলাকায় সন্ত্রাসীরা আওয়ামী লীগের সমর্থক ক্য চিং থোয়াই মারমাকে গুলি করে হত্যা করে। এবং (২৩ মে) সন্ত্রাসীরা অপহরনের পর হত্যা করে বান্দরবান পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি চ থোয়াই মং মারমাকে। এসব ঘটনায় আওয়ামী লীগ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে দায়ী করে আসছিল।