![মিরসরাইয়ে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাংচুর](https://www.chtmedia24.com/cloud/archives/2025/02/84227-micro.jpg)
![CHT Media24.com অবসান হোক বৈষম্যের](https://www.chtmedia24.com/cloud/archives/fileman/logo.jpg)
সোমবার ● ২ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » কৃষি » আত্রাইয়ে তিন দিন ব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন
আত্রাইয়ে তিন দিন ব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে উপজেলা কৃষি সম্পৃসারণ অধিদপ্তর ও বন বিভাগের আয়োজনে তিন দিন ব্যাপী ফলদ ও বনজ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার সকাল ১০টায় অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এসময় বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ বৃক্ষের স্টল ঘুরে দেখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ছানাউল ইসলাম।
পরে উপজেলা অডিটোরিয়াম হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলামের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান, ভাইস চেয়ারম্যান শেখ মো. হাফিজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, যুব উন্নয়ন অফিসার ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কে এম কাউছার হোসেন ও আত্রাই প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন প্রমুখ।