মঙ্গলবার ● ৩ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » পাবনা » কথা সাহিত্যিক প্রমথ চৌধুরীর ৭৩তম মৃত্যু বার্ষিকী পালিত
কথা সাহিত্যিক প্রমথ চৌধুরীর ৭৩তম মৃত্যু বার্ষিকী পালিত
পাবনা প্রতিনিধি :: বাংলা সাহিত্যের পুরধা, কথা সাহিত্যিক প্রমথ চৌধুরীর ৭৩তম মৃত্যু বার্ষিকী পাবনার চাটমোহরে পালিত হয়েছে। সোমবার বিকেলে প্রমথ চৌধুরী স্মৃতি সংরক্ষন পরিষদের আয়োজনে চাটমোহর উপজেলা পরিষদের হল রুমে সাহিত্যিকের জীবনী নিয়ে আলোচনা ও হরিপুরে তার পৈত্রিক ভিটায় ’প্রমথ চৌধুরী স্মৃতি যাদুঘর নির্মানের উপড় গুরুত্বারোপ করা হয়।
প্রমথ চৌধুরী স্মৃতি সংরক্ষন পরিষদের সভাপতি ইকবাল কবির রনজুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এ্যাড. আব্দুল মমিন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমার।
এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্মৃতি পরিষদের উপদেষ্টা মোঃ মকবুল হোসেন, চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি ও উপদেষ্টা কে,এম বেলাল হোসেন, স্মৃতি পরিষদের সিনিয়র সহ-সভাপতি শামছুজ্জহা, স্মৃতি পরিষদের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক প্রভাষক আব্দুস সালাম, প্রচার প্রকাশনা সম্পাদক ইশারত আলি, যুগ্ম সাধারন সম্পাদক আলি আহম্মেদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এমএ আলিম আব্দুল্লাহ প্রমূখ।
উল্লেখ্য, প্রখ্যাত সাহিত্যিক প্রমথ চৌধুরীর পৈত্রিক বাড়ি পাবনার চাটমাহর উপজেলার হরিপুর গ্রামে। কয়েকবছর আগে স্থানীয় প্রভাবশালীদের দখলে থাকা তাঁর পৈত্রিক সম্পত্তি দখলমুক্ত করে উপজেলা প্রশাসন। সেখানে গড়ে তোলা হয় ‘প্রমথ চৌধুরী স্মৃতি পাঠাগার।
চাটমোহরে মানষিক প্রতিবন্ধী গৃহবধূ সন্তান সহ নিখোঁজ
পাবনা প্রতিনিধি :: পাবনার চাটমোহরে মুক্তি বেগম (৩০) নামে এক মানষিক প্রতিবন্ধী গৃহবধূ তার ৬ বছরের এক সন্তান সহ গত ৫ দিন যাবৎ নিখোঁজ হয়েছেন। নিখোঁজ গৃহবধূ উপজেলার মূলগ্রাম ইউনিয়নের জগতলা নতুনপাড়া গ্রামের রাজমিস্ত্রী সাজেদুল ইসলাম স্বপনের স্ত্রী। তার বাবার বাড়ি নরসিংদী জেলার রায়পুর থানার পাঁচআনি গ্রামে। অনেক খোঁজা খুজি করে স্ত্রী ও ছেলের সন্ধান না পেয়ে তার স্বামী রবিবার সন্ধায় চাটমোহর থানায় একটি লিখিত দরখাস্ত দিয়েছেন।
সাজেদুল ইসলাম জানান, প্রায় ১২ বছর পূর্বে আমাদের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে তার মানষিক সমস্যা দেখা যায়। এর আগেও বেশ কয়েকবার কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে গিয়েছিল সে। পরে খোঁজ করে তার বাবার বাড়ি থেকে কিংবা তার কোন আত্মীয়র বাড়িতে গেলে সেখান থেকে নিয়ে আসতে হয়েছে। আমি রাজমিস্ত্রীর কাজ করার জন্য বাড়ির বাইরে থাকায় গত শুক্রবার রাত ১০টার দিকে বাড়ি থেকে আমার শিশু সন্তান মোজাম্মেল হোসেন কে কোলে নিয়ে আবারও বের হয়ে যায়। আত্মীয় স্বজন সকল জায়গায় খোঁজ খবর করেও তাদের কোন সন্ধান পাচ্ছিনা।
যদি কেউ নিখোঁজ মানষিক প্রতিবন্ধী গৃহবধূ ও তার শিশু সন্তানের সন্ধান জেনে থাকেন এই খবরটি দেওয়ার জন্য পরিবারের সদস্যরা বিশেষ ভাবে অনুরোধ করেছেন। মোবাইল নং ০১৭৩২২৯০১৮০ (স্বামী সাজেদুল ইসলাম)।
ফরিদপুর উপজেলা পরিষদ ভবন উদ্বোধন
পাবনা প্রতিনিধি :: সোমবার পাবনার ফরিদপুর উপজেলা পরিষদ ভবন উদ্বোধন করা হয়। প্রায় ৫ কোটি টাকা ব্যায়ে এ ভবন উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ গোলাম হোসেন। উপস্থিত ছিলেন পৌর মেয়র খ.ম.কামরুজ্জামান মাজেদ, উপজেলা নির্বাহী অফিসার আহম্মদ আলী, আঞ্চলিক নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম কুদ্দুস, মহিলা ভাইস চেয়ারম্যান নাছরিন পারভিন মুক্তি, উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান, উপজেলা প্রকৌশলী বাকি বিল্লাহ, সহকারী প্রকৌশলী ইসলাম হোসেন প্রমূখ। উদ্বোধন শেষে মোনাজাত পরিচালনা করেন নাজিম উদ্দিন।