বৃহস্পতিবার ● ৫ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠিত না হওয়ায় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা
গাইবান্ধায় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠিত না হওয়ায় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা
গাইবান্ধা প্রতিনিধি :: দীর্ঘদিন পূর্ণাঙ্গ কমিটি গঠিত না হওয়ায় গাইবান্ধা জেলার সাতটি উপজেলার ছাত্রলীগের বিক্ষুব্ধ নেতাকর্মীরা বুধবার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ছাত্রলীগ জেলা কমিটির সভাপতি মো. আসিফ সরকারের সভাপতিত্বে এবং সহ-সভাপতি নাজিমুদ্দৌলা বাধন ও যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রাকিবের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে কেন্দ্রীয় ঘোষিত ৫ জনকে স্বপদে বহাল রেখে ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে। পরে গাইবান্ধা শহরে বিক্ষোভ মিছিল করে নবগঠিত এই জেলা কমিটিকে কেন্দ্রীয় কমিটি কর্তৃক অনুমোদনের দাবি জানানো হয়। মিছিলটি গাইবান্ধা প্রেস ক্লাবে আসে এবং সেখানে এক প্রেসব্রিফিংয়ে মো. আসিফ সরকার আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। পরে নবগঠিত জেলা কমিটির নেতৃবৃন্দ পৌর পার্কে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে।
প্রেস ক্লাবে কমিটি ঘোষণাকালে জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন শেখ নাজিমুদৌলা বাধন, রবিউল ইসলাম রাকিব, ফরহাদ আকন্দ, জুলফিকার রহমান রাসেন, ফরহাদ আলী প্রমুখ।
উল্লেখ্য, এক বছর দুমাস আগে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি কর্তৃক ৫ সদস্য বিশিষ্ট গাইবান্ধা জেলা কমিটি গঠন করা হয়। এতে দায়িত্বপ্রাপ্তরা হলেন, সভাপতি মো. আসিফ সরকার, সহ-সভাপতি নাজিমুদ্দৌলা বাধন, সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রাকিব ও ফারুক আহম্মেদ। নবগঠিত এই কমিটিকে দেড় মাসের মধ্যে গাইবান্ধা জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেয়া হয়। কিন্তু নির্ধারিত সময়সীমার মধ্যে কেন্দ্রীয় কমিটি ঘোষিত ৫ সদস্য বিশিষ্ট ওই জেলা কমিটি এক বছর দু’মাস অতিক্রান্ত হলেও কমিটি গঠন করতে ব্যর্থ হয়। ফলে জেলার সাতটি উপজেলার ছাত্রলীগের নেতাকর্মীরা পূর্ণাঙ্গ কমিটির দাবিতে বিক্ষুব্ধ হয়ে ওঠে। এমতাবস্থায় কেন্দ্রীয় কমিটি ঘোষিত জেলা কমিটির সভাপতি মো. আসিফ সরকারের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বর্ধিত সভাটি অনুষ্ঠিত হয়। ওই সভায় সাতটি উপজেলা কমিটির নেতৃবৃন্দ অংশ গ্রহণ করে। পরে তাদের ভোটে সর্বসম্মতিক্রমে ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করা হয় এবং তা অনুমোদনের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে প্রেরণ করা হয়।