রবিবার ● ৮ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » খুলনা বিভাগ » মেহেরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
মেহেরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
মেহেরপুর প্রতিনিধি :: আলোচনা সভা ও র্যালীর মধ্য দিয়ে মেহেরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।
আজ রবিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইবাদত হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আতাউল গনি।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এমএ খালেক, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আসকার আলী, সহ-সভাপতি আঃ হালিম।
বক্তব্য রাখেন মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি এসএম তোজাম্মেল আযম, মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাঃ ফজলে রহমান, পলাশী পাড়া সমাজ কল্যান সমিতির নির্বাহী পরিচালক মোসারফ হোসেন, শিক্ষার্থী এলিসা, সিয়াম প্রমুখ।
এর আগে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে একটি র্যালী বের করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইবাদত হোসেনের নেতৃত্বে র্যালীটি জেলা শিল্পকলা একাডেমী চত্ত্বর থেকে শুরু করে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর এসে শেষ হয়। র্যালীতে অন্যদের মধ্যে সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাট করেন মেহেরপুর সরকারী কলেজের সহযোগি অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন।
মেহেরপুরে আইন শৃৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মেহেরপুর প্রতিনিধি :: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর জেলার মাসিক আইন শ্খৃংলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. আতাউল গনির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, সিভিল সার্জন ডা. শামিম আরা নাজনীন, গাংনী উপজেলা চেয়ারম্যান এমএ খালেক, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়া উদ্দীন বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম, গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার ওসমান গনি, মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, ইউপি চেয়ারম্যান আয়োব হোসেন, বিএমএ এর সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ প্রমুখ।
সভায় জানান হয় গত আগষ্ট মাসে মেহেরপুর জেলার ৩টি থানায় ৬৯টি মামলা হয়েছে। যার মধ্যে নারী ও শিশু নির্যাতনে ৫টি, মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ৩২টি, চোরাচালানে ১টি, চুরি ৩টি এবং অন্যান্য ২৮টি মামলা হয়। এর মধ্যে সদর থানায় ৩৬টি গাংনী থানায় ২২টি এবং মুজিবনগর থানায় ১১টি মামলা হয়েছে।
এছাড়া মেহেরপুর জেলার চোরাচালন প্রতিরোধ কমিটি, জেলা মাদক পাচার প্রতিরোধ কমিটি ও নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
গাংনীর চৌগাছায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক
মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনীর চৌগাছা থেকে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আক্কাস আলী (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।
শনিবার রাত সাড়ে আটটার দিকে গাংনী উপজেলার চৌগাছা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আক্কাস আলী কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি পাকুরিয়ার মৃত রব্বান শেখ এর ছেলে।
জেলা ডিবি পুলিশের ওসি রবিউল ইসলাম জানান,শনিবার রাতে আসামি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে গাংনী থানার চৌগাছা এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।পরে তার কাছ থেকে ৫০ পিচ ইয়াবাসহ হাতেনাতে তাকে আটক করা হয়।
মুজিবনগরে ৯ বোতল ফেন্সিডিলসহ রাসেল নামের এক মাদক ব্যবসায়ী আটক
মেহেরপুর প্রতিনিধি :: মুজিবনগরে ৯ বোতল ফেন্সিডিলসহ রাসেল (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মুজিবনগর থানা পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় মুজিবনগর উপজেলার মুজিবনগর – আনন্দবাস সড়কের তিনরাস্তার মোড় পাকুরতলা থেকে তাকে আটক করা হয়। আটককৃত রাসেল একই উপজেলার আনন্দবাস পূর্বাপাড়ার রেজাউল ইসলামের ছেলে।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাশেম জানান, শনিবার সন্ধ্যায় আসামি ফেন্সিডিল বিক্রির উদ্দেশ্যে মুজিবনগর আনন্দবাস সড়কের তিনরাস্তার মোড় পাকুরতলায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এএসআই আশিকুর ও এসএসআই উজ্জল বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালায়। পরে রাসেলের কাছ থেকে ৯ বোতল ফেন্সিডিলসহ তাকে হাতেনাতে আটক করা হয়।তার বিরুদ্ধে মুজিবনগর থানায় হয়েছে।