মঙ্গলবার ● ১০ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে রুপালি ঝর্ণায় ঝাঁপ দিতে গিয়ে কলেজ ছাত্রের মৃত্যু
বান্দরবানে রুপালি ঝর্ণায় ঝাঁপ দিতে গিয়ে কলেজ ছাত্রের মৃত্যু
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবান সদর উপজেলার রেইছা সদর ইউনিয়নে রেইছা আর্মি ক্যাম্পের কাছে ঘোনাপাড়ার রুপালি ঝর্ণায় ঝাঁপ দিতে গিয়ে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ১০ সেপ্টেম্বর দুপুর ২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সে ঢাকা আইডিয়াল কলেজের ছাত্র তাহসান আহমেদ (১৮) ও তার বাড়ি ঢাকার রামপুরায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঢাকা থেকে কলেজছাত্র তাহসানের সহপাঠীদের সাথে বান্দরবান পর্যটন স্পট বেড়াতে আসলে রুপালি ঝর্ণায় গোসল করতে নামে। এ সময় ঝর্ণার পানিতে গোসল করার জন্য পাহাড়ের চূড়া থেকে ঝর্নাতে ঝাঁপ দিলে সে গুরুতর আহত হয়।
পরে তাকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাহসানকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বান্দরবান রেইছা সদর ইউনিয়নের চেয়ারম্যান সার্চ প্রু মারমা (সাবুখয়) জানান, দুপুরের দিকে কয়েকজন পর্যটক আমার ইউনিয়নের রুপালি ঝর্ণায় গোসল করতে এসে পাহাড়ের চূড়া থেকে ঝাঁপ দিলে এক কলেজ ছাত্র মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী জানান, রেইছা এলাকার রুপালি ঝর্ণার পানিতে ঝাঁপ দিতে গিয়ে ঢাকা আইডিয়াল কলেজের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। নিহতের লাশ বান্দরবান সদর থানা মর্গে রাখা হয়েছে।