রবিবার ● ২৭ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » খেলা » রানে ফিরলেন অলরাউন্ডার সাব্বির
রানে ফিরলেন অলরাউন্ডার সাব্বির
ক্রীড়া প্রতিবেদক :: অবশেষে রানে ফিরলেন জাতীয় দলের অলরাউন্ডার সাব্বির রহমান। ‘এ’ দলের হয়ে ভারতে সফরে ব্যাট হাতে অনেকটা নিষ্প্রভ ছিলেন জাতীয় দলের এইা ড্যাশিং ব্যাটসম্যান।
ব্যাঙ্গালুরুতে ভারত ‘এ’ দলের বিপক্ষে তিনদিনের ম্যাচের প্রথম দিনে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারী বাংলাদেশ ‘এ’ দল।
স্কোরবোর্ডে কোন রান যোগ হওয়ার আগে ফিরলেন সৌম্য সরকার। চলতি সিরিজে ব্যর্থতার ষোলকলা পূর্ণ করে আবারও ব্যর্থ অধিনায়ক মুমিনুল হক।
কর্ণাটকের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে দারুন ব্যাট করা বিজয়ও এদিন দলের ব্যর্থতার মিছিলে যোগদেন।
দলের ৬ রানে নেই চার টকঅর্ডার ব্যাটসম্যান। কিছুক্ষণ হিতু হওয়ার পর ফিরলেন আরেক ভরসা নাসির হোসেন।
দারুন বিপর্যয় যখন ঘিরে ধরে কান্ডারি হিসেবে আবির্ভাব ঘটে সাব্বির রহমান রুম্মান ও চলতি সিরিজে দারুন ধারাবাহিক শুভাগত হোমের জুটি।
বিচ্ছিন্ন হওয়ার আগে ১৩২ রানের মহামূল্যবান জুটি গড়েন শুভাগত হোম চৌধুরী। এরসঙ্গে তুলে নেন নিজের আরেকটি অর্ধশতকও।
ব্যক্তিগত ৬২ রানে বরুন এ্যারোনের বলে করুন নায়ারের হাতে ধরা পড়ার আগে দলকে স্বপ্ন দেখিয়ে যান। আর স্বপ্ন বাস্তবের রুপ নিতে দলকে সামনের দিকে নিয়ে যাচ্ছেন সাব্বির রহমান রুম্মান।
এ রিপোর্ট লেখা পর্যন্ত দলীয় ২২০ রানের সপ্তম উইকেটের পতন ঘটে। ফিরে যান সাকলাইন সজিব। সাব্বির ১১৪ রানে সঙ্গীর অপেক্ষা করতেছেন। দেখা যাব কতটা পথ পাড়ি দিতে পারেন টেলএন্ডরদের নিয়ে।
আপলোড : ২৭ সেপ্টেম্বর ২০১৫ :বাংলাদেশ : সময় : দুপুর ৩.৩০ মিঃ