শুক্রবার ● ১৫ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » ধর্ম » ভূমিমন্ত্রীর ছেলের কুলখানী অনুষ্ঠিত
ভূমিমন্ত্রীর ছেলের কুলখানী অনুষ্ঠিত
ঈশ্বরদী প্রতিনিধি :: ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপির মেজ ছেলে শরীফ রানার কুলখানী ও দোয়া মাহফিল শুক্রবার বিকালে শহরের এ কে সাদী রোডস্থ মন্ত্রীর বাস ভবন চত্বরে অনুষ্ঠিত হয়৷ এতে প্রয়াত রানার রম্নহের মাগফেরাত কামনা করে সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি, এ্যাড. আবুল কালাম আজাদ এমপি, আ’লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আ’লীগের কেন্দ্রীয় সদস্য সুজীত রায় নন্দী বক্তব্য দেন৷
এ সময় আ’লীগের কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার সৈয়দ আলী, ঈশ্বরদী পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, পাবনা জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন, অতিরিক্ত জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা, সড়ক জনপদের অতিরিক্ত প্রধান প্রকৌশলী রওশন আলী, উপজেলা নির্বাহী কর্মকতর্া শাকিল মাহমুদ, প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকতর্াসহ ঈশ্বরদীসহ পাবনা ও নাটোর জেলার প্রায় দশ হাজার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ দোয়া মাহফিলে অংশ নেন৷ দোয়া মাহফিল পরিচালনা করেন ভারতের ফুরফুরা শরীফ থেকে আগত মেজ হুজুর হযরত মাওলানা রেজুয়ান কাহার সিদ্দিকী৷
দোয়া মাহফিলে সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মন্ত্রী পরিষদ সদস্য বৃন্দ প্রয়াত রানার রম্নহের মাগফিরাত কামনা করেছেন৷ প্রধানমন্ত্রী নির্দেশেই আমি তাঁর পৰ থেকে শোকাহত পরিবারকে শান্তনা দেওয়ার জন্য এই দোয়া মাহফিলে অংশ গ্রহন করেছি৷ উল্লেখ্য শরীফ রানা গত ৮ জানুয়ারি বঙ্গবন্ধু সেতুতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হন৷