বৃহস্পতিবার ● ১২ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদমে মাইক্রেবাস সমেত শ্রমিকলীগ নেতা নিখোঁজ
আলীকদমে মাইক্রেবাস সমেত শ্রমিকলীগ নেতা নিখোঁজ
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি:: বান্দরবানের আলীকদমে বিজয় তঞ্চঙ্গ্যা (৩৮) নামে সদর ইউনিয়ন শ্রমিকলীগের এক নেতা নিখোঁজ রয়েছে। ১২দিনেও সন্ধান মিলেনি শ্রমিকলীগের ওই নেতার। বিজয় তঞ্চঙ্গ্যা আলীকদম সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের প্রভাত কারবারী পাড়ার মৃত রাজমনি তঞ্চঙ্গ্যা ও রিদংবি তঞ্চঙ্গ্যার দ্বিতীয় সন্তান এবং ১নং সদর ইউনিয়ন শ্রমিক লীগের সাধারন সম্পাদক।
বিজয়ের ছেলে নিপল তঞ্চঙ্গ্যার (১৬) দেওয়া তথ্য অনুসারে গত ৩০শে আগষ্ট রোজ শুক্রবার দুপুর ২টায় বিজয় তঞ্চঙ্গ্যা তার মায়ের চিকিৎসার তার নিজস্ব গাড়ি চট্রমেট্রো চ-১১-৮২১৯ টি,আর,এস বক্সি মাইক্রোবাস চালিয়ে আলীকদম থেকে চকরিয়া জমজম হাসপাতালে নিয়ে যান। এসময় তার ছেলে নিপল তঞ্চঙ্গ্যাও সাথে ছিলেন। চিকিৎসা শেষে অনুমানিক বিকাল ৪টায় দিকে চকরিয়া জমজম হাসপাতাল গেইট থেকে মাকে এবং ছেলেকে একটি রিক্সাতে তুলে দিয়ে চকোরিয়াস্থ লামা আলীকদমের জীপ ষ্টেশনে অপেক্ষা করতে বলে এবং জরুরী কাজ আছে বলে জানায়। পরে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে বিজয়ের মা বিজয়ের মোবাইল নং- ০১৮১৮১২৩৮৪০ তে বার বার ফোন দিয়েও সংযোগ না পেয়ে আলীকদমে ফিরে এসে বাড়ীতে খবর দেন।
এ ব্যপারে তার ছেলে নিপল তঞ্চঙ্গ্যা গত ৪ সেপ্টেম্বর আলীকদম থানায় জিডি করতে গেলে আলীকদম থানার পরামর্শে গত ৬ সেপ্টেম্বর (শুক্রবার) চকরিয়া থানায় একটি সাধারন ডায়রির আবেদন করলেও চকরিয়া থানা ঘটনাটিকে ডায়েরীভূক্ত করেনি।
যোগাযোগ করলে চকরিয়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) জানায় ঘটনাটি আমাদের কাছে সন্দেহজনক তাই আমরা বিষয়টিকে ডায়েরীভূক্ত করিনি, বিষয়টিকে অভিযোগ আকারে নিয়েছি। তবে আমাদের তদন্ত কার্যক্রম চলমান আছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কারিতাসের উদ্যোগে মাছের পোনা বিতরণ
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: বান্দরবানের আলীকদমে কারিতাস প্রমোশন অফ এগ্রো ইকোলজি প্রকল্প-সিএইচটি প্রকল্পের আওতায় উপকারভোগীদের মাঝে মাছের পোনা, খাদ্য সহায়তা ও ছাগল বিতরণ করা হয়েছে। গতকাল ১১ সেপ্টেম্বর (বুধবার) সকাল নটায় কারিতাস আলীকদম উপজেলা কার্যালয়ে এসব পোনা, খাদ্য সহায়তা ও চাগল বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা অফিসে উপজেলা নির্বাহী অফিসার সায়েদ ইকবাল, উপজেলা মৎস্য অফিসার জয় বণিক, কারিতাস সিনিয়র ম্যানেজার আগষ্টিন বাড়ৈই এবং বান্দরবান প্রকল্প কর্মকর্তা ফরহাদ আজিম (জেপিও, রিপোঃ,মনিঃ এন্ড রির্সাচ) প্রমূখ। এসময় এগ্রো-ইকোলজি প্রকল্পের আওতাধীন ৩টি পুকুরে মৎসচাষ উপকারভোগীদের বিভিন্ন প্রজাতির ৬৫ কেজি মাছের পোনা ১০০ কেজি মাছের খাদ্য ও ৬ জন পশুপালন উপকারভোগীকে ৮টি ছাগল বিতরণ করা হয়।
অপরদিকে এগ্রো-ইকোলজি প্রকল্প, কারিতাস, আলীকদম উপজেলা উদ্যোগে ৪টি পুকুর সদস্যদের ১৫ জন মৎস্যচাষী নিয়ে এক্সপোজার ভিজিট অনুষ্ঠিত হয়েছে। এক্সপোজার ভিজিট প্রোগ্রামে উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বনিক ও অফিস সহকারী মোঃ জলিল, কারিতাস এগ্রো ইকোলজি প্রকল্পের জুনিয়র প্রোগ্রাম অফিসার মি: ফরহাদ আজিম, মাঠ কর্মকর্তা মিজ: জেসমিন চাকমা সহ মাছ চাষী আবু নসর ও প্রকল্পের মাঠ সহায়কবৃন্ধ উপস্থিত ছিলেন। উক্ত এক্সপোজার ভিজিটে উপকারভোগীদের পরিকল্পিত মৎস্যচাষ, মাছের সাথে সবজিচাষ, মাছচাষের আয়-ব্যয় হিসাব সম্পর্কে এবং নার্সারী পুকুর ব্যবস্থাপনা সহ বিভিন্ন বিষয়ে আগ্রহ সৃষ্টি সম্পর্কে ধারণা প্রদান করা হয়।