বৃহস্পতিবার ● ১২ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাজশাহী বার লাইব্রেরীতে বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধন
রাজশাহী বার লাইব্রেরীতে বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধন
রাজশাহী প্রতিনিধি :: রাজশাহী এ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশনের উদ্যোগে বার লাইব্রেরীতে স্থাপিত বঙ্গবন্ধু কর্ণার এর উদ্বোধন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। আজ বৃহস্পতিবার দুপুরে ফলক উন্মোচনের মাধ্যমে বঙ্গবন্ধু কর্ণার এর উদ্বোধন করেন মেয়র।
উদ্বোধনের দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর বঙ্গবন্ধু কর্ণার ঘুরে দেখেন মেয়র। পরে রাজশাহী এ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মেয়রকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী এ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশনের সভাপতি এ্যাডভোকেট লোকমান আলী ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট একরামুল হক, বাংলাদেশ বার কাউন্সিল মেম্বার এ্যাড. মোঃ ইয়াহিয়াসহ বার এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দসহ অন্যান্য আইনজীবী উপস্থিত ছিলেন।
রাজশাহী জেলা পরিষদে স্থাপনা উপ-কমিটির সভা
রাজশাহী :: রাজশাহী জেলা পরিষদের স্থাপনা বিষয়ক উপ-কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জেলা পরিষদ চেয়ারম্যানের দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার। সভাপতিত্ব করেন স্থাপনা বিষয়ক উপকমিটির আহ্বায়ক আবুল ফজল প্রামাণিক।
সভায় জমি নিয়ে জেলা পরিষদ ও রাজশাহী মহানগর পুলিশের মধ্যে সৃষ্ট জটিলতার ব্যাপারে ব্যাপক আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা বলেন, রাজশাহী মহানগরীর সিঅ্যান্ডবি মোড়ের ডাকবাংলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত। এই ডাকবাংলো ইতিমধ্যে মহানগর পুলিশের সদর দপ্তর নির্মাণের জন্য ভেঙে দেয়া হয়েছে। কিন্তু এই জমি জেলা পরিষদ ছাড়বে না। তা না হলে বর্তমান পরিষদের ভূমিকা নিয়ে পরবর্তীতে কথা উঠবে।
সভায় জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ নাঈমুল হুদা রানা, প্যানেল চেয়ারম্যান-৩ নার্গিস আক্তার, সদস্য আবদুস সালাম, গোলাম মোস্তফা, মোফাজ্জল হোসেন, শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা আবদুল মান্নান ফিরোজ, আবদুর রশিদ, আবু জাফর মাস্টার, আসাদুজ্জামান মাসুদ, আজিবর রহমান, সংরক্ষিত নারী ওয়ার্ডের সদস্য কৃষ্ণা দেবী, শিউলী রানী সাহা, রাবেয়া খাতুন সিমা, জয়জয়ন্তী সরকার মালতিসহ অন্য কর্মকর্তারা এ ব্যাপারে তাদের নিজ নিজ মতামত তুলে ধরে বক্তব্য দেন।