বৃহস্পতিবার ● ১২ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » খাগড়াছড়ি » মহালছড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
মহালছড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
মহালছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির মহালছড়িতে আজ ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে বিডি ক্লিন টিম মহালছড়ি শাখা এর উদ্যোগে রোভার স্কাউট দল মহালছড়ি সরকারি কলেজ শাখা এর সহযোগিতায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
এই সময় মহালছড়ি সরকারি কলেজের চারিপাশ,মহালছড়ি কলেজের পাশে অবস্থিত ক্যাপ্টেন আফতাবুল কাদের স্মৃতিস্তম্ভ সহ খাগড়াছড়ি রাঙামাটি সংযোগ সড়ক পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
এছাড়াও কলেজের আশেপাশে ময়লা ফেলার ডাস্টবিন ব্যবহার করার জন্য জনসাধারণকে সচেতন করা হয়।
এই সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদুর আলম চোধুরী সহ কলেজের শিক্ষক শিক্ষিকা ও কর্মচারী বৃন্দ।
আরো উপস্থিত ছিলেন বিডি ক্লিন টিমের মহালছড়ি সমন্বয়ক সানি দাশ,সহ সমন্বয়ক কাকন কর্মকার,আলোর ফেরিওয়ালা সংগঠনের সভাপতি আলমগীর হোসেন জনি,সাধারন সম্পাদক শাহাদাত হোসেন ও কোষাধ্যক্ষ রিপন ওঝাসহ অত্র কলেজের ছাত্র/ছাত্রী বৃন্দ।
অভিযান শুরু করার আগে শপথ বাক্য পাঠ করান সহ সমন্বয়ক কাকন কর্মকার।
উল্লেখ্য এটি বিডি ক্লিন টিমের মহালছড়ি শাখার ৫ম তম ইভেন্ট। মহালছড়িকে পরিষ্কার পরিচ্ছন্নতার রোল মডেল হিসেবে গড়ে তোলার উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছে মহালছড়ি বিডি ক্লিন টিম।
মহালছড়িতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন শৃংখলা বিষয়ক সভা
মহালছড়ি :: খাগড়াছড়ি জেলার মহালছড়িতে উপজেলা প্রসাশনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আইন শৃংখলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১২ সেপ্টেম্বর(বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০ টার সময় মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দত্ত’র সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
এই সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, মহালছড়ি থানার অফিসার ইনচার্জ(তদন্ত) মোঃ হুমায়ুন কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন,মহিলা ভাইস চেয়ারম্যান সুইনুচিং চৌধুরী,স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন অফিসের সরকারি কর্মকর্তা বৃন্দ।
উক্ত সভায় ইভটিজিং, বাল্যবিবাহ, মাদক, বনজ সম্পদ রক্ষা, নিরাপদ খাদ্য সংক্রান্ত ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
এছাড়া ও স্থানীয় বিভিন্ন সমস্যাসহ আইন শৃংখলা বিষয়ক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।