শনিবার ● ১৪ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » ধর্ম » সিলেট বৌদ্ধ বিহারে শুভ মধু পূর্ণিমা উদযাপন
সিলেট বৌদ্ধ বিহারে শুভ মধু পূর্ণিমা উদযাপন
সিলেট প্রতিনিধি :: সিলেট বৌদ্ধ বিহারে সিলেট বৌদ্ধ সমিতির উদ্যোগে শুভ মধু পূর্ণিমা গতকাল ১৩ সেপ্টেম্বর যথাযথ ধর্মীয় ভাবগম্বীর পরিবেশে অনুষ্ঠিত হয়।
এতে শুভ মধু পৃর্ণিমার তাৎপর্য শীর্ষক আলোচনা করেন সিলেট বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ সংঘানন্দ থের ও ভিক্ষু শ্রীমৎ আনন্দ ভিক্ষু। প্রয়াত সুকুমার বড়ুয়া ও রিকু বড়ুয়ার স্মৃতিচারণ করেন সিলেট বৌদ্ধ সমিতির উপদেষ্টা রামেন্দ্র কুমার বড়ুয়া ও তপন কান্তি বড়ুয়া মান্না।
প্রথম পর্বে ছিল অষ্টপরিষ্কার দান সহ জ্ঞাতি ভোজন।
অনুষ্ঠানে দুপুরের জ্ঞাতি ভোজন এর আয়োজন করেছেন সিলেট বৌদ্ধ সমিতির উপদেষ্টা প্রয়াত সুকুমার বড়ুয়ার পরিবার বর্গ।
দিনব্যাপী অনুষ্ঠান মালায় দ্বিতীয় পর্বে ছিল বন্দনা আবৃত্তি প্রতিযোগিতা ,ধর্মীয় সাধারণ জ্ঞান ও ধর্মীয় রচনা প্রতিয়োগিতা সিলেট বৌদ্ধ সমিতির সুযোগ্য সভাপতি অরুন বিকাশ চাকমার উদ্বোধনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়।
এতে প্রতিযোগিদের অনুপ্রেরণা মুলক বক্তব্য রাখেন সিলেট বৌদ্ধ সমিতির উপদেষ্টা অধ্যাপক বরণ চৌধুরী, সাধারণ সম্পাদক উৎফল বড়ুয়া, সহ সাধারণ সম্পাদক লিটন বড়ুয়া, সদস্য দিবাকর বড়ুয়া,সুকান্তি বড়ুয়া উপস্থিত ছিলেন দিলীপ বড়ুয়া সহ সভাপতি শান্তি বিকাশ চাকমা, উপদেষ্টা সাধন কুমার চাকমা,চিন্তামনি চাকমা,দেবপ্রিয় চাকমা,সহ সাধারণ সম্পাদক চন্দ্রশেখর বড়ুয়া,পলাশ বড়ুয়া, অর্থ সম্পাদক শিমুল মুৎসুদ্দী,সহ অর্থ সম্পাদক মিলন বড়ুয়া,প্রচার সম্পাদক রাজু বড়ুয়া,দপ্তর সম্পাদক রতন চাকমা,ধর্মীয় সম্পাদক কালা চাকমা,সহ ধর্মীয় সম্পাদক সুজন বড়ুয়া,সহ শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অং থোয়াই মারমা, যুব ও ক্রীড়া সম্পাদক সুজন বড়ুয়া সহ যুব ও ক্রীড়া সম্পাদক স্বপন কুমার খীসা, অনীল চাকমা, সরোজ বড়ুয়া, জয়ধন বড়ুয়া, উজ্জ্বল বড়ুয়া,ইমন বড়ুয়া, ডাঃ তুহিন বড়ুযা, ইঞ্জিনিয়ার দ্বীপ্তিমান বড়ুয়া,শিক্ষক শেপাল বড়ুয়া,সুপ্লব বড়ুয়া,শিমুল বড়ুয়া ও অদ্বীব বড়ুয়া প্রমৃখ।
প্রতিয়োগিতায় প্লে শ্রেণি থেকে স্নাতক শ্রেণি পর্যন্ত মোট ৫ টি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শুভ প্রবারণা পূর্ণিমার উদযাপনের দিন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সিলেট বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক উৎফল বড়ুয়া।
পরে বিশ্ব শান্তি কামনা উপস্থিত সকলে সমবেত প্রার্থনার মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।