রবিবার ● ১৫ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রুমায় দিন দুপুরে ৬জন পাড়াবাসীকে অপহরণ করলো মগ লিবারেশন পার্টির সন্ত্রাসীরা
রুমায় দিন দুপুরে ৬জন পাড়াবাসীকে অপহরণ করলো মগ লিবারেশন পার্টির সন্ত্রাসীরা
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের রুমা উপজেলার সদর ইউনিয়নের সামা খাল পাড়া থেকে দিনদুপুরে ৬জন বাড়াবাসীকে অপহরণ করে নিয়ে গেছে পাহাড়ের অস্ত্রধারী সন্ত্রাসীরা। আজ রবিবার ১৫ সেপ্টেম্বর দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার রুমা উপজেলার সামা খাল পাড়ায় ১০ থেকে ১২ জনের একটি অস্ত্রধারী পাহাড়ি সন্ত্রাসী গ্রুপ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শৈমং মারমা (শৈবং) তার পাড়ায় এসেছে কিনা খোঁজ নেন। এসময় চেয়ারম্যান শৈমং মারমা (শৈবং)কে না পেয়ে তারা পাড়ার ৬জন পাড়াবাসিকে দিন দুপুরে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়। স্থানিয়দের ধারণা মগ লিবারেশন পার্টির সদস্যরা এই অপহরণের ঘটনা ঘটাতে পারে। অপহৃতদের মধ্যে তিন জনের নাম পাওয়া গেছে তারা হলেন- চবা থুই মারমা (৩৮) মং হ্রি অং মারমা (৪০) মং চহ্লা মারমা (৩৫)।
রুমা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শৈমং মারমা (শৈবং) জানান, পাহাড়ের একটি সন্ত্রাসী গ্রুপ আমাকে খোঁজার জন্য পাড়ায় হানা দিলে আমাকে না পেয়ে আমার পাড়ার ৬জনকে অপহরণ করে নিয়ে গেছে। তাদের উদ্ধারে যৌথবাহিনী মাঠে নেমেছে।
এবিষয়ে রুমা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি উহ্লা চিং মারমা বলেন, রুমা সদর ইউনিয়নের সামাখাল পাড়া থেকে ৬ জনকে সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যায় এই ঘটনাটি মগ লিবারেশন পার্টি ঘটাতে পারে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কাশেম চৌধুরী সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে মুঠোফোনে বলেন, রুমার সামা খাল পাড়া থেকে ৬জন পাড়াবাসীকে অপহরণ করা হয়েছে। এলাকাবাসীদের ধারণা এই ঘটনা মগ লিবারেশন পার্টি ঘটাতে পারে। অপহৃদের উদ্ধারে সেনাবাহিনীসহ আমারা অভিযানে নেমেছি বিস্তারিত পরে জানানো হবে।
প্রসঙ্গত, গত মাসের ১৯ তারিখে রুমা উপজেলার মুন্নয়াম পাড়ায় যাত্রী নামিয়ে দিয়ে আসার পথে মিনজিরি পাড়া রাস্তার মূখ থেকে মগ লিবারেশন পার্টি পরিচয়ে এক দল পাহাড়ি অস্ত্রধারী সন্ত্রাসী তিন জীপ চালককে অপহরণ করে নিয়ে যাওয়ার পরে মুক্তিপন নিয়ে চারদিন পর ছেড়ে দেয়। এঘটনার ১ মাসের মধ্যে সদর ইউনিয়নের সামাখাল পাড়া থেকে দিন দুপুরে ৬ জন বাড়াবাসীকে অপহরণ করে নিয়ে যায় পাহাড়ের অস্ত্রধারী সন্ত্রাসীরা।