রবিবার ● ১৫ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » নওগাঁ » নওগাঁর দুবলহাটি সড়কের বেহাল দশা
নওগাঁর দুবলহাটি সড়কের বেহাল দশা
নওগাঁ প্রতিনিধি :: নওগাঁ সদর উপজেলার পিরোজপুর দুবলহাটি সড়ক। এই সড়ক টি দিয়ে নওগাঁ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত যাত্রীরা যাতায়াত করে। সামান্য একটু বৃষ্টি আসলেই এই সড়কটির পিরোজপুর রেন্টিতলা বাজারে হাটু পানির চেয়ে বেসি পানি জমে যায়। এতে দুর্ভোগে পরছে সাধারন জনগোষ্ঠী। দিন যতো যাচ্ছে কথিত এই রাস্তার অবস্থার ততোই অবনতি হচ্ছে। বাস্তবে এটি এখন রিক্সা, ভ্যান, সিএজি ও মানুষের চলাচল দুর্ভোগ পরিণত হয়েছে। এতে ঘটছে নানা দুর্ঘটনা। যাত্রা পথে যাত্রি সাধারণত চরম দুর্ভোগ পোহাচ্ছেন। কলকবজা বিকল হয়ে যানবাহনেরও ক্ষয়ক্ষতি হচ্ছে। বৃষ্টির দেখা নেই হাল্কা বৃষ্টি রাস্তার বেহাল অবস্থা । এ রাস্তা দিয়ে প্রতি দিন শত-শত কোম্পানির গাড়ি সহ প্রচুর পরিমানে যানবাহন ও স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীদের আসা যাওয়া।সামান্য বৃষ্টি হলেই তারা স্কুল সহ বিভিন্ন অফিস আধালতে আসা যাওয়ায় করতে চরম ভোগান্তিতে পড়ে যাত্রীরা। গাড়ির চাকার স্লিপের কাদা ময়লা পানিতে জামা কাপড় নষ্ট হয়ে যায়। সাধারন জনগোষ্ঠী রাত পোহালেই এই ব্যাস্তময় রাস্তাটি দিয়ে যেতে হয়।জনস্বার্থে রাস্তা টি অতি দ্রুত মেরামত করা হউক।
পিরোজপুর রেন্টিতলা এলাকার মানুষের প্রানের দাবি কতৃপক্ষের কাছে। যত তারাতারি সম্বব রাস্তা মেরামত করা হউক।
নওগাঁয় ধর্ষনের অভিযোগে আটক-১
নওগাঁ :: নওগাঁ জেলার আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের ইসলামগাঁথী গ্রামে শুক্রবার এ ঘটনা ঘটে এবং একইদিন মোস্তাফিজুর রহমান ভুট্টুকে (৪০) গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার কৃত ভুট্টু ইসলামগাঁথী গ্রামের মৃত খয়ের আলীর ছেলে।
এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে শুক্রবার রাতে আত্রাই থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার বরাত দিয়ে আত্রাই থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, মোস্তাফিজুর রহমান ভূটু একই গ্রামের এক গৃহবধূকে (৩৪) বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিল।
“গৃহবধূ তার প্রস্তাবে রাজি না হলে ভূট্টু গত মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) একই গ্রামের মৃত কাজেম আলীর ছেলে আফজাল হোসেনসহ ওই গৃহবধূর বাড়ি গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে।”
এ সময় গৃহবধূ চিৎকার শুরু করলে লোকজন আসায় তারা পালিয়ে যায় বলে মামলায় অভিযোগ করা হয়।
পরিদর্শক আজাদ আরও বলেন, “অভিযোগটি আমি তদন্ত করছি। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পেয়েছি। তাকে গ্রেপ্তারকরতে সক্ষম হয়েছি এবং শনিবার তাকে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।