রবিবার ● ১৫ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » কক্সবাজার » ১৮ লাখ টাকার জালনোটসহ আটক রোহিঙ্গা যুবক
১৮ লাখ টাকার জালনোটসহ আটক রোহিঙ্গা যুবক
কক্সবাজার প্রতিনিধি :: কক্সবাজারের উখিয়া উপজেলায় প্রায় ১৮ লাখ টাকার জালনোটসহ এনাম উল্লাহ (২৫) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।গতকাল শনিবার (১৪ সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার পালংখালী এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি উখিয়ার ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-৯ ব্লকের বাসিন্দা হাছন আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোহিঙ্গা যুবক এনাম একটি সিএনজিচালিত অটোরিকশা ভাড়া নিয়ে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করেন। একপর্যায়ে রাতে পালংখালী বাজারে এসে অটোরিকশাচালককে ভাড়া বাবদ ১০০০ টাকার নোট দেন। নোটটি দেখে নকল মনে হলে চালক তাকে চ্যালেঞ্জ করেন। একপর্যায়ে পালানোর চেষ্টা করেন এনাম। কিন্তু ততক্ষণে আশপাশে জড়ে হওয়া লোকজন তাকে ধরে ফেলেন। এসময় তার হাতে থাকা একটি ব্যাগ তল্লাশি করে আরও প্রায় ১৮ লাখ টাকার জালনোট পাওয়া যায়। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
স্থানীয়রা জানান, এ ধরনের বেশ কয়েকটি চক্র রোহিঙ্গা ক্যাম্পে সক্রিয় রয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর অগোচরে রোহিঙ্গারা জালনোট সরবরাহের কাজে জড়িয়ে পড়েছে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল মনসুর সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, জালনোটসহ আটক রোহিঙ্গা যুবককে জিজ্ঞাসাবাদ চলছে। ধারণা করা হচ্ছে, রোহিঙ্গাদের বড় একটি চক্র এর সঙ্গে জড়িত। তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া আটক রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।