শনিবার ● ১৬ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » জনদুর্ভোগ » বিশ্বনাথের ভয়াবহ অগ্নিকান্ড, ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই
বিশ্বনাথের ভয়াবহ অগ্নিকান্ড, ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে৷ শুক্রবার রাত সাড়ে ৯ টায় উপজেলার ছহিফাগঞ্জ বাজারে এই অগি্নকান্ডের ঘটনা ঘটে৷ এতে আজাদ ভেরাইটিজ ষ্টোর এন্ড বিজঘর নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়৷ এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসা প্রতিষ্ঠানের মালিক আজাদুর রহমান আজাদ জানিয়েছেন৷
জানা গেছে, ১৫ জানুয়ারী ভেরাইটিজ ষ্টোর এন্ড বিজঘরের মালিক আজাদ জকিগঞ্জ উপজেলার ফুলতলীতে ওয়াজ মাহফিলে চলে গেলে রাত সাড়ে ৭টায় দোকান বন্ধ করে বাড়ি চলে যায় দোকানের কর্মচারী৷ রাত সাড়ে ৯ টায় হঠাত্ করে দোকানে আগুণ দেখতে পেয়ে আশপাশ লোকজন ছুটে এসে আগুণ নিয়ন্ত্রনে আনতে চেষ্ঠা চালান৷ খবর পেয়ে দক্ষিণ সুরমা উপজেলার আলমপুর থেকে ফায়ার ব্রিগেডের ৩টি ইউনিট ছুটে আসে কিন্তু ছহিফাগঞ্জ বাজারের যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকায় ঘটনাস্থলে পৌঁছে একটি ইউনিট৷ এরপর দীর্ঘ প্রায় ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার ব্রিগেডের কর্মীরা৷ ততক্ষণে দোকানের সকল মালামাল আগুণে পুড়ে ছাই হয়ে যায়৷ বিদ্যুতের শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে বলে স্থানীয়রা ধারনা করছেন৷
এব্যাপারে আলমপুর ফায়ার ব্রিগেডের স্টেশন মাস্টার মো. রাসেদুজ্জামান বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা ৩টি ইউনিট নিয়ে ছুটে আসি৷ কিন্তু ছহিফাগঞ্জ বাজারের রাস্তা খারাপ হওয়ায় ছোট ইউনিট বাজারের ভিতরে প্রবেশ করে এবং প্রায় ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রনে আনা হয়৷
এদিকে, অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী৷