সোমবার ● ১৬ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » খুলনা বিভাগ » মানব পাচারকারী দলের সদস্য আক্তার র্যাবের জালে ধরা
মানব পাচারকারী দলের সদস্য আক্তার র্যাবের জালে ধরা
ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহ সদর উপজেলার আঠারো মাইল এলাকা থেকে জেলার আলোচিত মানব পাচারকারী চক্রের সক্রিয় সদস্য আক্তার হোসেন পিকুল (৪০)কে গ্রেফতার করেছে র্যাব-৬ ও সিপিসি-২। সোমবার সকালে তাকে আটক করা হয়। আটককৃত আক্তার হোসেন সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামের মৃত জালাল মালিথার ছেলে। র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার আঠারো মাইল এলাকায় অভিযান চালিয়ে আক্তার হোসেনকে গ্রেফতার করে। সে দীর্ঘদিন ধরে অবৈধ বাবে পানি পথে মানব পাচার করে আসছে। সে এলাকার যুবকদের কম খরচে মালয়েশিয়া, লিবিয়া, ইতালিসহ বিভিন্ন দেশে নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে অনেকের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছে। তার নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র ঝিনাইদহের সদর উপজেলার হলিধানী, সাধুহাটি ও কুমড়াবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১৯ জন যুবক বিদেশ গিয়ে ৫/৬ বছর ধরে নিখোঁজ রয়েছে।
শুদ্ধ ভাষা চর্চা ও মাদক বিরোধী সমাবেশ
ঝিনাইদহ :: ‘শুদ্ধ ভাষা চর্চা করি, মাদক মুক্ত সমাজ গড়ি’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে ভাষা চর্চা ও মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জোহান ড্রীম ভ্যালী পার্ক এন্ড রিসোর্টে এ সমাবেশের আয়োজন করে সিও এনজিও সংস্থা। সিও’র নির্বাহী পরিচালক সামসুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-মাগুরা সংরক্ষিত আসনের সংসদ সদস্য খালেদা খানম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান, ছায়ানীড়’র সভাপতি ড. এমএ ইউসুফ খান, নির্বাহী পরিচালক অধ্যাপক মো. লুৎফর রহমান, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা: জাহিদ আহম্মেদ, জেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুল লতিফ শেখ, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ, নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের সহকারী পরিচালক আজিজুল হক, পিটিআই’র সুপারিনটেডেন্ট আতিয়ার রহমান। এসময় বক্তারা, সর্বস্তরে বাংলাভাষা চালুর জন্য সকলকে আরও আন্তরিক হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের বই পড়ার প্রতি মনোযোগী করে গড়ে তোলার আহ্বান জানান। এছাড়াও সমাজ থেকে মাদক দুর করতে সকলকে এগিয়ে আসার আহ্বানও জানান।
ঝিনাইদহে বিসিকের বর্জ্যে নষ্ট হচ্ছে ফসলী জমি
ঝিনাইদহ :: ঝিনাইদহে বিসিক শিল্প নগরীর বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের কেমিক্যাল বর্জ্যে নষ্ট হচ্ছে এলাকার আবাদি জমির ফসল। মাঠের পর মাঠ ধন ক্ষেত বিবর্ন হয়ে যাচ্ছে। জমির মালিক ঝিনাইদহ পৌর এলাকার ভুটিয়ারগাতি গ্রামের কাজী খলিলুর রহমান জানান, বিসিক শিল্প নগরীর দক্ষিণ পার্শ্বে ধানহাড়িয়া চুয়াডাঙ্গা মৌজায় ৩৭ শতক ফসলি জমি রয়েছে তার। দীর্ঘ ৫/৬ বছর ধরে বিসিকে অবস্থিত মিমপেক্স এগ্রো ফার্মাসিউটিক্যালস্ লিমিটেডের ময়লা কেমিক্যাল ও বর্জ্য তার ফসলি জমির উপর পড়ছে। এতে করে জমি উর্বরতা হারিয়ে ফসল নষ্ট হচ্ছে পাশাপাশি পরিবেশ বিপর্যয় ঘটছে। বিষয়টি মিমপেক্স কর্তৃপক্ষকে একাধিকবার জানালেও তারা কোন কর্নপাত করেনি বলে তিনি অবিযোগ করেন। তিনি সমস্যা সমাধানে ঝিনাইদহ বিসিক শিল্প নগরীর সভাপতি ও জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষন করেছেন।
ঝিনাইদহের সেই শিরিষকাঠ খালে অবশেষে রাস্তা হচ্ছে
ঝিনাইদহ :: ঝিনাইদহে রাস্তা বিহীন খালে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ৩১ লাখ টাকার ৪০ ফুট দৈর্ঘ্য ব্রীজটি অবশেষে এলাবাসির কাজে লাগলো। ব্রীজের পুর্বদিকে ৪ শতক জমি কিনে অবশেষে রাস্তা তৈরীর উদ্যোগ নেওয়া হয়েছে। ঝিনাইদহ সদর উপজেলার গাছা কুতুবপুর গ্রামের সিরিষকাঠ খালে ২০১৫/১৬ অর্থ বছরে ৩০ লাখ ৯০ হাজার টাকা ব্যায়ে ব্রীজটি নির্মান করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। স্থানীয় গ্রামবাসিদের ভাষ্যমতে কুতুবপুর গ্রাম পার হয়ে ডেফলবাড়িয়া গ্রামে আসতে কোন রাস্তা ছিল না। নির্মিত ব্রীজ ও খালের ১০০ গজ পুর্ব দিকে আব্দুলের বাড়ির কাছে সরকারী রাস্তাটি শেষ হয়েছে। ডেফলবাড়ি গ্রামের যে অংশে ব্রীজটি শেষ হয়েছে সেখানে একটি পুকুর ও বাঁশ বাগান। কোন রাস্তার চিহ্ন ছিল না। অথচ রাস্তা বিহীন স্থানে ব্রীজ করা হয়। এ নিয়ে অত্র পত্রিকায় গত জানুয়ারী মাসে একটি খবর প্রকাশিত হয়। খবরের সুত্র ধরে তদন্তে নামে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। অবশেষে মহারাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু বকর ও সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রহমানের উদ্যোগে ৪ শতক জমি কেনা হচ্ছে। জমির মালিক সানারুদ্দীন ও গোলাপ মন্ডল খবরের সত্যতা নিশ্চত করে জানান, স্থানীয় ইউপি মেম্বর কলিম উদ্দীন জমি কেনার ব্যাপারে তাদের সাথে কথা বলেছেন। ৪ শতক জমি দেড় লাখে তারা বিক্রি করতে রাজি হয়েছেন। টাকা ও ঘর তৈরীর জন্য টিন পেলেই তারা রাস্তার জন্য জমি ছেড়ে দিবেন বলে গোলাপ মন্ডল জানান। ডেফলবাড়ি গ্রামের তোতালেব মন্ডল অভিযোগ করেন, সাবেক ইউপি চেয়ারম্যান আবু বকর গায়ের জোরে এই ব্রীজ করেছেন, যা কোন কাজে আসছিলো না। সাংবাদিকরা নিউজ করার পর সরকারের উপর মহলের চাপে এখন রাস্তা বের করা হচ্ছে। বিষয়টি নিয়ে কুমড়াবাড়িয়া ইউনিয়নের স্থানীয় ওয়ার্ড মেম্বর কলিম উদ্দীন জানান, আমরা খুব দ্রুত টাকা পরিশোধ করে রাস্তা তৈরী করে দেব। মহারাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু বকর বলেন, কিন্তু আমি চেয়ারম্যান হতে পারেননি বলে কাজটি থেমে ছিল। তারপরও আমি রাস্তা করার উদ্যোগ গ্রহন করেছি। সাবেক ঝিনাইদহ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রহমান বলেন, রাস্তাটি নির্মিত হলে ব্রীজ দিয়ে দুই গ্রামের মানুষ চলাচল করতে পারবে।
ঝিনাইদহের শৈলকুপায় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
ঝিনাইদহ :: ঝিনাইদহের শৈলকুপার যুগনী গ্রামে সাপের কামড়ে বিলকিস বেগম (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে তার মৃত্যু হয়। সে ওই গ্রামের তারিকুল জোয়ারদারের স্ত্রী। নিহতের ভাতিজি তানিয়া খাতুন জানান, ভোর রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিল বিলকিস বেগম। সেসময় বিছানার উপর থেকে একটি বিষধর সাপ তার কানে কাপড় দেয়। এসময় তার চিৎকারে ছুটে এসে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে সে মারা যায়।
ঝিনাইদহে ‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক সেমিনার
ঝিনাইদহ :: অভিবাসন প্রক্রিয়া সহজ, নিরাপদ ও সুশৃঙ্খল করতে ঝিনাইদহে ‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আরতী দত্ত, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক সবিতা রানী মজুমদার, সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রুবেল হাওলাদার, সিনিয়র মৎস্য কর্মকর্তা গোলাম সরওয়ার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রোকনুজ্জামানসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা, কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করে বৈধভাবে বিদেশে যাওয়ার প্রক্রিয়া ও পদ্ধতি সম্পর্কে আলোচনা করেন। সেই সাথে মন্ত্রনালয়ের বিভিন্ন ওয়েবসাইট সম্পর্কে সকলকে ধারণা প্রদাণ করেন।