রবিবার ● ২৭ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » রাঙামাটিতে মধু পূর্ণিমা পালিত
রাঙামাটিতে মধু পূর্ণিমা পালিত
ষ্টাফ রিপোর্টার :: ২৭ সেপ্টেম্বর :আজ শুভ মধু পূর্ণিমা । বৌদ্ধ বিহারে গুলিতে সারা বিশ্বের ন্যায় বৌদ্ধ জাতিদের জগতের সকল প্রাণীর সূখ শান্তি কামনা করা হয় । মধু পূর্ণিমাউপলক্ষে রাঙামাটি শহরের রাজবন বিহার,রাজ বিহার,মৈত্রী বিহার,আনন্দ বিহার,বৌদ্ধাংকুর বৌদ্ধ বিহার,আসামবস্তী বৌদ্ধ বিহার, রাঙ্গাপানি বৌদ্ধ বিহার,ভেদ ভেদী সংঘ রাম বৌদ্ধ বিহারসহ সকল বিহারে ভোর থেকে শত শত বৌদ্ধ অবলম্বীরা বিহারে বৌদ্ধ ভিক্ষু সংঘকে মধু দান করেন।
এই দিনে ধ্যানরত তথাগত বুদ্ধকে একটি বানর মধু দান করেছিল । তখন থেকে বৌদ্ধ ধর্ম অবলম্বীরা শুভ মধু পূর্ণিমা পালন করে আসছে ।
আজ রবিবার প্রত্যক বিহারে আগত দায়ক - দায়িকারা পবিত্র মনে পঞ্চশীল ও অষ্টশীল পালনসহ ভাবনা করেন। নিজেদের মুক্তিরপথ ও সকল প্রাণীর দুঃখ থেকে মুক্তি কামনা করেন।
আপলোড : ২৭ সেপ্টেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : বিকাল ৪.০৪ মিঃ
জম্ম চেয়ে মৃত্যুই বড় কষ্ট।