বৃহস্পতিবার ● ১৯ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » নওগাঁ » সংবাদ প্রকাশের পর মুক্তিপেল শিকল বন্দি সাদেকুল
সংবাদ প্রকাশের পর মুক্তিপেল শিকল বন্দি সাদেকুল
নওগাঁ প্রতিনিধি :: নওগাঁ জেলার রাণীনগর উপজেলায় প্রায় তিন বছর যাবৎ পাগল বানিয়ে গৃহবন্দি করে রাখা সাদেকুল ইসলাম (৩৮) কে বুধবার সকালে উদ্ধার করা হয়েছে। সিএইচটি মিডিয়া অনলাইন নিউজ পোর্টালসহ বিভিন্ন দৈনিক পত্রিকায় খবর প্রকাশের পর রাণীনগর থানার অফিসারইনচার্জ ও উপজেলা ভারপ্রাপ্ত সমাজ সেবা অফিসার ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করেন নওগাঁ মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসার জন্য ভর্তি করে দেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তার উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মানষিক বিভাগে স্থানান্তর করেন। গৃহবন্দি থেকে উদ্ধার হওয়া উপজেলার ভবানীপুর মোবারকপাড়া গ্রামের মৃত সিরাজুল ইসলাম খোকার ছেলে সাদেকুল ইসলামের চিকিৎসা খরচ বহনের দ্বায়িত্ব নিয়েছেন রাণীনগর উপজেলা সমাজ সেবা অফিস।
উপজেলা ভারপ্রাপ্ত সমাজ সেবা অফিসার মো. রেজওয়ানুন হক বলেন, রাণীনগর থানার অফিসার ইনচার্জের মাধ্যমে বিষয়টি জানতে পারি। এরপর বুধবার সকালে অফিসার ইনচার্জ জহুরুল হকের প্রত্যক্ষ সহযোগীতায় ঘটনাস্থল থেকে সাদেকুলকে উদ্ধার করে নওগাঁ মেডিকেল কলেজে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক বলেন, সাদেকুল দীর্ঘদিন যাবৎ ফিজোফ্রেনিয়া রোগে ভোগছেন। তার উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আমরা আপাতত তাকে বাড়িতে নিয়ে এসেছি। কাল-পরশু তাকে রাজশাহী মেডিকেলের মানসিক বিভাগে ভর্তি করাবো। তার সকল চিকিৎসা ব্যয় আমার দপ্তর থেকে বহন করা হবে।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ মো. জহুরুল হক বলেন, খবর পেয়ে সমাজ সেবা অফিসারকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল থেকে সাদেকুল ইসলামকে উদ্ধার করা হয়েছে। সে ফিজোফ্রেনিয়া রোগে ভোগছেন, নওগাঁ মেডিকেল কলেজের চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজের মানসিক বিভাগে ভর্তির পরামর্শ দিয়েছেন। সাদেকুলের চিকিৎসা ব্যয়ের দ্বায়িত্ব উপজেলা সমাজ সেবা অফিস নিয়েছেন।
নওগাঁয় শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নওগাঁ প্রতিনিধি :: নওগাঁয় জেলা পর্যায়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল (বালিকা) টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭) শুভ উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা এই টুর্নামেন্টের আয়োজন করে।
বুধবার বিকেলে জেলা স্টেডিয়ামে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: হারুন অর-রশিদ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার প্রকৌশলী মো. আবদুল মান্নান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, সদর নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, জেলা ক্রীড়া কর্মকর্তা আবু জাফর মাহমুদুজ্জামান, চেম্বারের সিনিয়রসহ-সভাপতি মোস্তাফিজুর রহমান টুনু প্রমুখ।
টুর্নামেন্টে জেলার ১১টি উপজেলা ও ১টি পৌরসভার মোট ১২টি বালক ও ১২টি বালিকা দল অংশ গ্রহণ করছে। উদ্বোধনী খেলায় বালকদের বিভাগে রাণীনগর উপজেলা দল ২-০ গোলে পত্নীতলা উপজেলা দলকে হারিয়ে বিজয়ী হয়। আগামী ২৪ সেপ্টেম্বর টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।