বৃহস্পতিবার ● ১৯ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » বাংলাদেশ মানবাধিকার কমিশন সরফভাটা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন
বাংলাদেশ মানবাধিকার কমিশন সরফভাটা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন
রাঙ্গুনিয়া :: চট্টগ্রামের রাঙ্গুনিয়াতে বাংলাদেশ মানবাধিকার কমিশন সরফভাটা শাখার দ্বি বার্ষিক সম্মেলন ও শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিকরণ আলোচনা সভা আজ বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর পশ্চিম সরফভাটা মীরেরখীল উচ্চ বিদ্যালয়ে দুপুর ১২ টায় অনুষ্ঠিত হয়।
সম্মেলনে মো. হারুন শিকদারকে সভাপতি ও মাহবুবুল আলম শিকদারকে সাধারণ সম্পাদক করে ৪৫ জন বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয় এবং বিদ্যালয়টির শিক্ষার্থীদের সাথে সচেতনতামূলক ইভটিজিং, বাল্যবিয়ে, মাদকাসক্ত, অধিকার নিয়ে আলোচনা করা হয়। সম্মেলন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সরফভাটা ইউনিয়ন মানবাধিকার সভাপতি মো. হারুন সিকদার। প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন রাঙ্গুনিয়া উপজেলার নির্বাহী সভাপতি এ্যাডভোকেট মো. সেকান্দর চৌধুরী।
প্রধান বক্তা ছিলেন উপজেলা মানবাধিকার সাধারণ সম্পাদক মাস্টার ইসকান্দর মিয়া তালুকদার। উদ্ধোধক ছিলেন আস্থা অবিচল ও সরফভাটা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব কবি আবদুর রউফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মানবাধিকার সাংগঠনিক সম্পাদক ডাঃ আবুল ফজল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের প্রভাষক আরাফাত উল আলম। বাংলাদেশ টেলিভিশনের বিশিষ্ট গীতিকার ডাঃ নুরুল আলম নুরী,উপজেলা মানবাধিকার যুগ্ম সম্পাদক এইচ. এম. শহীদউল্লাহ, মো. জামাল উদ্দিন, সরফভাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুল ইসলাম সরফী, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের অর্থ সম্পাদক জগলুল হুদা, পৌরসভা মানবাধিকার কমিশনের মুখপাত্র মোর্শেদুল আজিম চৌধুরী খোকন, উপজেলা মানবাধিকার সাংস্কৃতিক সম্পাদক মো. শরীফ, উপজেলা আঞ্চলিক( উত্তর) মানবাধিকার ছাত্র পরিষদের সভাপতি মো. ইসমাঈল হোসেন, সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, লালানগর মানবাধিকার সভাপতি কাজী সিরাজুল হক, কে. এফ. ডি’র সভাপতি কাজী মো. ইউছুপ, সাংগঠনিক সম্পাদক আব্বাস আলী মুন্না, বিশিষ্ট সমাজ সেবক মো. সিরাজুল ইসলাম, মীরেরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নুরুল ইসলাম তালুকদার ও বিশিষ্ট সমাজসেবক আবুল কালাম চৌধুরী প্রমুখ।