রবিবার ● ১৭ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে বটবৃক্ষের ঢালকাটায় পূজারিদের ক্ষোভ
গাজীপুরে বটবৃক্ষের ঢালকাটায় পূজারিদের ক্ষোভ
গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুর সদর ঊপজেলার বাড়িয়া ইঊনিয়নের সাড়াইয়া গ্রামের বনদূর্গাপূজা আশ্রম বটবৃক্ষের ঢাল কাটায় হিন্দুসমপ্রদায়ের লোকজন ক্ষোভ জানিয়েছেন৷ হিন্দু সমপ্রদায়ের লোকজন দীর্ঘদিন আগে থেকে যে দেবোত্তর সম্পত্তির একটি বট বৃক্ষের নীচে পূজা দিয়ে আসছিল সেটির ঢাল ১৫ জানুয়ারি শুক্রবার কাটার পর পূজারিরা জমায়েত হয়ে ক্ষোভ প্রকাশ করে৷
১৬ জানুযারি শনিবার সরেজমিনে গিয়ে জানা যায়, জনৈক আশরাফ হোসেন দেবোত্তর সম্পত্তির উপর গড়ে ওঠা সাড়াইয়া বনদূর্গাপূজা আশ্রমের চার পাশের অনেক জমি ক্রয় করে৷ এ জমিতে সীমানা প্রাচীর দিতে গিয়ে বনদূর্গাপূজা আশ্রম বটবৃক্ষের ঢাল কাটায় হিন্দুসমপ্রদায়ের লোকজন ক্ষোভ জানায়৷ এ ঘটনার খবর পেয়ে স্থানীয় সাংবাদিক ও জয়দেবপুর থানার ঊপ পরিদর্শক রুহুল আমীন ঘটনাস্থলে যায়৷
স্থানীয় বাসিন্দা গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ (শতামেক)-এর প্রভাষক ডা: প্রণয় দাস প্রতিমা ভাংচুরের অভিযোগ করে বলেন দেবোত্তর সম্পত্তির উপর গড়ে ওঠা সাড়াইয়া বনদূর্গাপূজা আশ্রমের বটবৃক্ষের ঢাল কাটে তবে বটবৃক্ষের নীচে তিন/চারটি প্রতিমা অরক্ষিত অবস্থায় রয়েছে৷
পুলিশের এস আই রুহুল আমীন সাংবাদিকদের জানান, এখানে তিন/চারটি পুরানো প্রতিমা রয়েছে৷ প্রতিমা ভাঙ্গার বিষয়টি ঠিক নয়৷
স্থানীয় ইঊপি মেম্বার মোতালেব হোসেন জানান, জমিতে বাঊন্ডারী ও গাছের ঢাল কাটার আগে স্থানিয় লোকজনের সাথে পরামর্শ করা ঊচিত ছিল৷ জমির কেয়ারটেকার মুরাদ হোসেনের মুঠোফোনে কথা বলতে চাইলে পরে কথা বলবে বলে ফোন কেটে দেয়৷