রবিবার ● ১৭ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » কৃষি » দাতা সংস্থা ইউএনডিপি- সিএইচটিডিএফ এর অর্থায়নে রাজনৈতিক কর্মসূচী
দাতা সংস্থা ইউএনডিপি- সিএইচটিডিএফ এর অর্থায়নে রাজনৈতিক কর্মসূচী
ষ্টাফ রিপোর্টার :: ১৮ জানুয়ারী ২০১৬, সোমবার সকাল ১০ টা থেকে ১১টা পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযত, দ্রুত ও পুর্ণাঙ্গ বাস্তবায়ন এবং সমতল অঞ্চলে আদিবাসীদের জন্য ভুমি কমিশনের দাবিতে গণ মানববন্ধনের ডাক দিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি , বাংলাদেশ আদিবাসী ফোরাম (পার্বত্য চট্টগ্রাম শাখা) ও সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক নামের পার্বত্য চট্টগ্রামের তিনটি সংগঠন৷ মূলত এই সংগঠন তিনটির নেতৃত্বে রয়েছে পার্বত্য চুক্তি পক্ষের সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) ও পার্বত্য চুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ৷ আমাদের রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলা প্রতিনিধিদের তথ্যমতে জানা গেছে সংগঠনগুলোর ডাকা গণ মানববন্ধনের অর্থের যোগানদাতা দাতা সংস্থা ইউএনডিপি-সিএইচটিডিএফ ৷
ইউএনডিপি- সিএইচটিডিএফ এর রাঙামাটি রাজবাড়ী রাঙামাটি সড়কে গিয়ে দেখা গেছে দীর্ঘ আকৃতির গণ মানববন্ধনের ব্যানার তৈরী হচ্ছে আর রাঙামাটি শহর মোড়ানো হয়েছে গণ মানববন্ধনের পোষ্টারে৷ পোষ্টারে লিখা রয়েছে- “পার্বত্য চট্টগ্রাম : ঘুনধুম থেকে দুদুকছড়া পর্যন্ত এবং জেলা- উপজেলা সদর”
বান্দরবান জেলা : ঘুনধুম - নাইক্ষংছড়ি - বাইশারী - গয়ালমারা - লাইমঝিরি(লামা) - গজালিয়া - ১৬ মাইল (চিম্বুক) - বান্দরবান সদর - বাঙ্গালহালিয়া৷
রাঙামাটি জেলা : বাঙ্গালহালিয়া - বড়্ইছড়ি - কাপ্তাই - রাঙামাটি সদর - মানিকছড়ি - ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদ৷
খাগড়াছড়ি জেলা : মহালছড়ি ইউপি - মাচ্ছ্যছড়া ইউপি - বিজিতলা - খাগড়াছড়ি সদর - পেরাছড়া - ভাইবোনছড়া - লতিবান - পানছড়ি সদর - পুজগাং - দুদুকছড়া৷
স্ব স্ব সংগঠন ও অঞ্চলের ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে দলে দলে মানববন্ধনে অংশগ্রহন করুন।
সমতল অঞ্চল : ঢাকাসহ বিভিন্ন জেলা ও উপজেলা সদর৷
উলেস্নখ্য এই বিশাল কর্মসূচী সফল করার লক্ষে ব্যস্থ রয়েছেন রাঙামাটি ও বান্দরবান জেলাতে পিসিজেএসএস এর ছাত্র ও যুব সংগঠনের কর্মীরা আর খাগড়াছড়িতে ইউপিডিএফএর কর্মীরা৷ দাতা সংস্থা ইউএনডিপি- সিএইচটিডিএফ পার্বত্য চট্টগ্রামের জনগোষ্ঠীর উন্নয়ন ও আস্থা অর্জনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অনুমোদন নিয়ে এখন পার্বত্য চট্টগ্রামে সরাসরী রাজনৈতিক কার্যক্রমে অর্থায়ন করছে বলে বিজ্ঞ মহলের ধারনা৷
বিষয়টি নিয়ে কথা বলতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) এর প্রধান ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্রবোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) সরকারী বাসভবনে টেলিফোনে (০৩৫১-৬৩২৮৪) যোগাযোগ করা হলে টেলিফোন রিসিভ না করাতে তাদের মতামত নেয়া সম্ভব হয়নি৷