বুধবার ● ২৫ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি পৌরবাসীকে চমক দেখিয়ে চলেছেন ভারপ্রাপ্ত মেয়র জামাল উদ্দিন
রাঙামাটি পৌরবাসীকে চমক দেখিয়ে চলেছেন ভারপ্রাপ্ত মেয়র জামাল উদ্দিন
ষ্টাফ রিপোর্টার :: রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র জামাল উদ্দিন স্বল্প সময়ের জন্য ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব নেওয়ার পর থেকে জনপ্রতিনিধি হিসেবে সততা ও নিষ্ঠার সাথে রাঙামাটি পৌরবাসীকে একের পর এক চমক দেখিয়ে চলেছেন। পৌরবাসীর নাগরিক সুবিধা নিশ্চিত করতে রাঙামাটি পৌর এলাকার ৯টি ওয়ার্ডে বিভিন্ন স্থানে পৌর কর্তৃপক্ষ ময়লা আবর্জনা পরিস্কার ও ডেঙ্গু মশা নিধন সম্পর্কিত বিভিন্ন কার্যক্রম স্বশরীরে পর্যবেক্ষন কালীন ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার মেয়র জামাল উদ্দিনকে পাওয়া যায় পশ্চিম ট্রাইবেল আদাম মোড় এলাকায়। মেয়র হিসেবে জামাল উদ্দিন স্বশরীরে পৌর এলাকার বিভিন্ন স্থানে সরেজমিনে পৌর কর্মচারীদের কার্যক্রম তদারকির ফলে পৌরবাসী তাদের বিভিন্ন সমস্যা মেয়রের নিকট তুলে ধরছেন। কিছু কিছু সমস্যা তাৎক্ষনিক সমাধান করতেও দেখা গেছে। মেয়র জামাল উদ্দিনকে সরাসরি নিজেদের এলাকার সমস্যার কথা বলতে পেরে স্থানীয়রা অত্যন্ত খুশি।
ভারপ্রাপ্ত মেয়র এসময় সিএইচটি মিডিয়াকে বলেন, রাঙামাটি পৌরসভার ১-৯টি ওয়ার্ডের নিয়মিত ময়লা আবর্জনা পরিস্কার, রাত্রীকালীন জনসাধারনের চলাচলের সুবিধার জন্য বৈদ্যুতিক ভাল্ব এর ব্যবস্থা ও ডেঙ্গু মশা নিধন কার্যক্রম পরিচালনা করে আসছে। রাঙামাটির বিভিন্ন ওয়ার্ডের অলিতে গলিতে ময়লা আবর্জনা অপসারন করার লক্ষ্যে নিজে উপস্থিত থেকে তদারকি করছি এবং পৌরবাসীকে অনুরোদ করছি নিজেদের বাসাবাড়ীর ময়লা আবর্জনা যেন নির্দিষ্ট স্থানে ফেলেন। রাঙামাটি শহর পর্যটন বান্ধব শহর। পরিস্কার পরিচ্ছন্ন রাখা আমাদের সকলের দাযিত্ব-কর্তব্য।
এজন্য পৌরবাসীর সহযোগিতা প্রয়োজন বলেন যুবনেতা ভারপ্রাপ্ত মেয়র জামাল উদ্দিন।