বৃহস্পতিবার ● ২৬ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » স্থায়ী ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে রাঙামাটি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা
স্থায়ী ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে রাঙামাটি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা
ষ্টাফ রিপোর্টার :: আজ ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবর সকাল সাড়ে ৯টায় রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাঙামাটি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের কার্যক্রম দ্রুত বাস্তবায়নের দাবিতে রাঙামাটি মেডিকেল কলেজ এর সাধারন শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেছে।
রাঙামাটি-চট্টগ্রাম সড়কের দু’পাশে দাড়িঁয়ে ঘণ্টাব্যাপী এই বিক্ষোভে পাঁচটি ব্যাচে শিক্ষার্থীরা অংশ নেন।
বিক্ষোভ সমাবেশ চলাকালিন রাঙামাটি মেডিকেল কলেজের শিক্ষার্থী স্নেহাশিষ চক্রবর্তী ও বৈশাখী চাকমা প্রমুখ বলেন, সীমাবদ্ধতার দোহাই আর কত ? হাতে কলমে শেখার পর্যাপ্ত সুযোগ চাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের মেডিকেল কলেজের কিছু জটিলতা ও দীর্ঘসূত্রিতা তৈরি হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কারণে আজ সরকার প্রধানের স্বপ্ন নষ্টের পথে।
শিক্ষার্থীরা আরো বলেন, আমাদের মেডিকেল কলেজে পাঁচটি ব্যাচে মোট ২৫০ জন শিক্ষার্থী রয়েছে, অথচ দুটি ক্লাস রুমে ভাগাভাগি করে ক্লাস করতে হচ্ছে। রাঙামাটি মেডিকেল কলেজের সঙ্গে আরও যে কয়টি মেডিকেল কলেজের যাত্রা শুরু হয়েছিল সেখানে সবাই স্থায়ী ক্যাম্পাসে ক্লাস করছেন। আমরা এখনও কেন অস্থায়ী ক্যাম্পাসে রয়েছি ?
অতি দ্রুত সময়ের মধ্যে প্রধানমন্ত্রীর স্বপ্নের রাঙামাটি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের কার্যক্রম দ্রুত বাস্তবায়ন দেখতে চাই।’
বিক্ষোভ সমাবেশ থেকে স্থায়ী ক্যাম্পাসের কার্যক্রম দ্রুত বাস্তবায়নের কাজ শুরু না হলে পরবর্তিতে আরও কঠোর কর্মসূচী দেওয়ার হুঁশিয়ারি দেন রাঙামাটি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।