শুক্রবার ● ২৭ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » খাগড়াছড়ি » পার্বত্য চট্টগ্রামের ঘটনাবলী সম্পর্কে প্রেস ও মিডিয়ায় সাংবাদিকদের প্রতি আহ্বান
পার্বত্য চট্টগ্রামের ঘটনাবলী সম্পর্কে প্রেস ও মিডিয়ায় সাংবাদিকদের প্রতি আহ্বান
শুভ চাকমা :: সামাজিক যোগাযোগ মাধ্যম পেইজবুক পেইজে খাগড়াছড়ির শুভ চাকমা লিখেছেন, তার লেখাটি হুবহু প্রকাশ করা হল।
সাংবাদিক বন্ধুরা,
সাংবাদিকতা এমন একটি পেশা, যা হতে হলে প্রথমত হতে হবে সৎ ও সততা এবং সাহসী। এই ৩ টি গুণ ব্যতিত এই পেশার মর্মার্থ বোঝা ও ধারণ করা যায়না।
কারোর বা কোন দল বা গোষ্ঠীর কল্পনা করে বানানো কাহিনি পত্রিকা কিবা প্রেস মিডিয়ায় প্রচার ও প্রচারণা করলে সাংবাদিক হওয়া যায় না! সত্যকে সত্য; মিথ্যাকে মিথ্যা তুলে আনা সাংবাদিকতার আসল রূপ।
সাংবাদিক বন্ধুরা,
আপনাদের উপর নির্ভর করে একটি দেশ কিংবা দেশের জনগণের সঠিক ও বাস্তবতার প্রতিচ্ছবি।
আপনারাই তুলে আনেন অজানা ও অজ্ঞাত রহস্য। আপনারা কি জাতি, কি ধর্ম তা ভেদাভেদ করতে পারেন না। পার্বত্য চট্টগ্রাম সম্পর্কে যে মিথ্যা ও সাজানো গল্প একটি বিশেষ গোষ্ঠী দ্বারা আপনারা লিখে যাচ্ছেন তা সত্যিই বেদনাদায়ক ও মেনে নেওয়া কষ্টকর। “যে চোর নয়, তাকে চোর ডাকলে যেমনটি হয়” তার মনে কষ্ট হয়, হৃদয়ে পীড়া পায় ঠিক সেভাবেই সত্য না জেনে কল্প কাহিনি দ্বারা লেখাও আপনাদের পীড়া পাওয়া প্রয়োজন। আপনারা যদি ব্যথিত না হন তবে ব্যথিত কেউ হবেনা।
সাংবাদিক বন্ধুরা,
আমরা জানি, পার্বত্য চট্টগ্রামে নিপীড়িত পাহাড়িদের মত আপনারাও অসহায় ! একটি প্রেস কি কি কিভাবে লিখতে হবে তা বলে দেয় বিশেষ গোষ্ঠী। কারণ তারা ওই অঞ্চলে বিশেষ ক্ষমতাপ্রাপ্ত। বিশেষ শাসক।
কিন্তু তবুও আমরা বলতে চাই, আপনারা সৎ, সততা ও নির্ভীক হয়ে দায়িত্ব পালন করলে; পার্বত্য চট্টগ্রামের সংঘাতের রহস্য উদঘাটন করতে সক্ষম হবেন।
কারা ? কি জন্য সংঘাত জিইয়ে রেখে সংখ্যালঘু জাতিসমুহকে ধ্বংস করতে চাই তার রহস্য বের করতে পারবেন।