শুক্রবার ● ২৭ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » ধাপেরহাটে সংখ্যালঘু পরিবারের ব্যবসা প্রতিষ্টানে ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ধাপেরহাটে সংখ্যালঘু পরিবারের ব্যবসা প্রতিষ্টানে ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাইবান্ধা প্রতিনিধি ::গাইবান্ধা সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট পালান পাড়া গ্রামে প্রভাত চন্দ্র সাহা ও তার ভাই প্রকাশ চন্দ্র সাহার বেকারী ব্যবসা প্রতিষ্টানে হামলা ও ভাংচুর ঘটনার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা শহরের ১নং রেলগেট সিএনএন কাযালয়ে সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হামলার শিকার প্রভাত চন্দ্র সাহা।
সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয় , প্রভাত চন্দ্র সাহা ও তার ভাই প্রকাশ চন্দ্র সাহার প্রতিবেশী ফারুকুল ইসলাম ও আরোজা বেগমের কাছ থেকে ২০১৪ সালে কবলা মুলে ৫শতক জায়গা গোডাউন ঘর সহ ক্রয় করেন। পরবর্তীতে ওই গোডাউন ঘর ও জায়গায় প্রভাত ও প্রকাশ চন্দ্র দুই ভাই বেকারী ব্যবসা শুরু করে। গত কয়েক বছরে ব্যবসার প্রসার ও উন্নতি দেখে হিংসার বসবতি হয়ে বিক্রেতা ফারুকুল ও আরোজা বেগমের ভাই সাজু প্রামানিক জায়গার মালিকানা দাবী করে বিভিন্ন সময় ভয়ভীতি প্রদশর্ন করে আসছিল । এরই ধারাবাহিকতায় গত ১২/০৯/২০১৯ তারিখে রাতে সাজু ও তার ভারাটিয়া বাহিনী নিয়ে আমার ব্যবসা প্রতিষ্টানে হামলা চালিয়ে ভাংচুর করে। পরে বিষয়টি মোবাইল ফোনে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে জানানো হয়,তদন্ত কর্মকতা নওয়াবুর রহমান ও তার সঙ্গীয় ফোস নিয়ে ঘটরস্থলে পৌছেন।
এদিকে পুলিশের উপস্থিতি দেখে আরো ক্ষিপ্ত হয় ভাংচুর কারীরা।
পরে লিখিত ভাবে সাদুল্যাপুর থানায় প্রভাত চন্দ্র সাহা বাদী হয়ে সাজু সহ কয়েক জনের নাম উল্লেখ্য করে থানায় মামলা দায়ের করে। মামলা নং-১৩ এঘটনায় পুলিশ ২জনকে গ্রেফতার করে। এখন আসামীরা জামিনে মুক্তি পেয়ে বাদী ও বাদীর পরিবার কে মামলা তুলে নেওয়ার জন্য নানা ভয়ভীতি প্রদশর্ন করছে ও প্রান নাশের হুমকি দিচ্ছে। সম্মেলনে সংখ্যালঘু পরিবারটি জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রকাশ চন্দ্র সাহা , শঙ্কর সাহা, চন্দন সাহা , প্রভাতের স্ত্রী চন্দনা রানী , শিখা রানী গৌর চন্দ্র সাহা ও সাজু প্রমানিকের ভাই শরিফুল প্রামানিক প্রমুখ।