শনিবার ● ২৮ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেটে ৪ জুয়াড়ি আটক
সিলেটে ৪ জুয়াড়ি আটক
সিলেট প্রতিনিধি :: জৈন্তাপুর উপজেলায় অপরাধ নির্মূলের জন্য গঠিত জৈন্তাপুর মডেল থানার বিশেষ অভিযানিক দল গোপন সংবাদে ভিত্তিত্বে অভিযান চালিয়ে ৪ জুয়াড়িকে আটক করেছে।
গতকাল ২৭ সেপ্টেম্বর (শুক্রবার) রাত ১০-৩৫ মিনিটের দিকে উপজেলার চাঙ্গীল বাজারস্থ জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সম্মুখে আলা উদ্দিনের দোকানে পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম সহ ৪ জুয়াড়িকে আটক, থানায় নিয়ে আসে। অভিযানের আগেই জুয়া বোডের মালিক আলা উদ্দিন পালিয়ে যায়৷
স্থানীয় এলাকাবাসী আরো জানায় এই দোকান সহ চাঙ্গীল এলাকায় বেশ কয়েকটি স্থানে দীর্ঘ দিন থেক জুয়া খেলা হয়ে আসছে৷ তারা পুলিশের এ অভিযানকে স্বাগত জানিয়ে এবং সেই সাথে বাকী আস্থানায় অভিযানের আহবান করেন।
আটককৃতরা হলো উপজেলার মুক্তাপুর গ্রামের মনু মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম(৪২), মুক্তাপুর টিলাবাড়ী গ্রামের মৃত আছকির মিয়ার ছেলে সিরাজ মিয়া(৩৮), বিরাইমারা গ্রামের আমির আলীর ছেলে তাজ উদ্দিন(৩২) এবং ঘিলাতৈল গ্রামের আব্দুল গনির ছেলে ফয়সল আহমদ(৪০)৷ তাদের নিকট হতে জুয়া খেলার উপকরণ তাস, প্লাস্টিকের সাদা বস্তা ও চটের বস্তাসহ নগদ ৪,০৪০/- (চার হাজার চল্লিশ) টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় জৈন্তাপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ২৩।
অফিসার ইনচার্জ শ্যামল বনিক আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, জৈন্তাপুরে অপরাধ নির্মূলের জন্য সার্বক্ষনিক সেবা নিশ্চিত করতে ”টিম জৈন্তাপুর” গঠন করা হয়েছে সেই সাথে পুলিশি সেবা দ্রুত নিশ্চিতের জন্য সরকারি নাম্বারের পাশাপাশি আরে তিনটি নাম্বার চালু করা হয়েছে৷ আপনারা তথ্য দিয়ে সহযোগিতা করুন, আমরা সেবা নিশ্চিত করব৷