সোমবার ● ৩০ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » অপরাধ » ঝালকাঠিতে পরকীয়া স্ত্রীকে হত্যায় আলম ও তার প্রেমিকার যাবজ্জীবন কারাদন্ড
ঝালকাঠিতে পরকীয়া স্ত্রীকে হত্যায় আলম ও তার প্রেমিকার যাবজ্জীবন কারাদন্ড
ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠিতে পরকীয়া প্রেমে স্ত্রীকে হত্যায় এক ব্যক্তিকে আমৃত্যু যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং তার পরকীয়া প্রেমিকাকে ১৪ বছরের সশ্রম কারাদন্ড এবং প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদন্ড অনাদায়ে আরও ২ মাসের সশ্রম কারাদন্ডে দন্তিত করে রায় দিয়েছেন ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালত।
গতকাল রবিবার দুপুরে বিচারক মোহাম্মদ গাজী রহমান আসামীদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দন্ডিতরা হলেন, জেলার কাঁঠালিয়া উপজেলার দক্ষিন চেচরী গ্রামের আলো খান ওরফে আলম খান এবং তার পরকীয়া প্রেমিকা একই গ্রামের পাখি বেগম।
মামলার বিবরণে জানাগেছে, ২০১৭ সালের ৪ ফেব্রুয়ারি জেলার কাঁঠালিয়া উপজেলার দক্ষিণ চেররী গ্রামের প্রয়াত জেলেম খানের ছেলে আলো খান ওরফে আলম খান পরকীয়া প্রেমিকা পাখি বেগমের সহযোগিতায় স্ত্রীকে বিউটি বেগমকে শ্বাসরোধে হত্যা করে বাড়ির পাশের জঙ্গলে লাশ ফেলে রাখেন। এ ঘটনায় আলম ও তার পরকীয়া প্রেমিকা পাখি বেগমকে আসামী করে নিহতের ছোট ভাই ফোরকান সিকদার কাঁঠালিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। একই বছরের ১০ অক্টোবর কাঁঠালিয়া থানার উপ-পরিদর্শক ইউনুস মিয়া আসামীদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ১২জনের স্বাক্ষ গ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন।
এদিকে রায় শোনার পর আদালত প্রাঙ্গনে কান্নায় ভেঙে পড়েন দন্ডিত পরকীয়া প্রেমিকা পাখি বেগম। অপরদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবি ন্যায় বিচার পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন।