রবিবার ● ২৭ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » ধর্ম » দুর্গাপূজাকে সামনে রেখে প্রতিমা তৈরীর কাজে ব্যস্ত কারিগররা
দুর্গাপূজাকে সামনে রেখে প্রতিমা তৈরীর কাজে ব্যস্ত কারিগররা
পঞ্চগড় প্রতিনিধি :: ২৭ সেপ্টেম্বর : পঞ্চগড়ের বোদা উপজেলায় প্রায় শতাধিক মন্দিরে হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে এখন ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা। আশ্বিনের খরতাপে হেমন্তের ভরা যৌবনে এ মহোৎসবকে জাঁকজমক করে তুলতে মন্দিরগুলোতে চলছে ব্যাপক প্রস্তুতি ও নানান উৎসবের আয়োজন।
আগামী ১৯ অক্টোবর ও ১লা কার্ত্তিক থেকে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে শারদীয় এ দুর্গা উৎসব। সরেজমিনে খুরে দেখা যায়, বোদা পৌরশহরের গোবিন্দ জিউ মন্দির সহ বিভিন্ন দুর্গামন্দিরে স্থানীয় ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মৃৎ শিল্পীরা রাত-দিন প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন। শারদীয় এ মহা উৎসবের এক-একটি আধুনিক প্রতিমা তৈরী করতে কেউ কেউ ব্যয় করছেন কয়েক লাখ টাকা।
এ সময় প্রতিমা কারিগর প্রদিপ মালাকার জানান, আসন্ন শারদীয় দুর্গাপূজা ঘিরে হরেক রকম ডিজাইন ও কারু কাজ সহ প্রতিমার সমাপণী কাজ সারতে সময় লাগে প্রায় ১ থেকে দেড় মাস। তিনি ভাদ্র মাসের শেষের দিক থেকে এ দুর্গা প্রতিমার কাজ শুরু করেছেন। তিনি আরও জানান, অত্র উপজেলায় শারদীয় মহা উৎসবে দুর্গা প্রতিমা তৈরীতে খড়-কুটা, পাট, সূতা, বাঁশ, রশি ও মাটিসহ বিভিন্ন কাঁচামাল দিয়ে কাঠামো তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে।
প্রতিমার মাটি আস্তর শুকালে রংয়ের ডিজাইন ও কারুকাজ করতে হবে। কোন কোন ক্ষেত্রে তারা ছোট প্রতিমা ১ হাজার টাকা থেকে ৩ হাজার টাকা এবং বড় প্রতিমাগুলো ৫ হাজার থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত প্রতিমা তৈরির মজুরি হিসাবে পারিশ্রমিক নিয়ে থাকেন।
আপলোড : ২৭ সেপ্টেম্বর ২০১৫ :বাংলাদেশ : সময় : বিকাল ৪.৫৬ মিঃ