বৃহস্পতিবার ● ৩ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » অপরাধ » ঝালকাঠিতে ১২৩ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার-২
ঝালকাঠিতে ১২৩ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার-২
ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠির রায়াপুর এলাকা থেকে নারীসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১২৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ওই এলাকার বরিশাল ঝালকাঠি মহাসড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার দুই মাদক বিক্রেতা হচ্ছেন- বরিশাল শহরের কাউনিয়া থানাধীন নাসির উদ্দিনের স্ত্রী তানিয়া ইসলাম এবং যশোরের পুলেরহাট এলাকার মৃত মোকলেসু রহমানের ছেলে মেহেদী হাসান।
ট্রাফিক বিভাগের পরিদর্শক (টিআই) হাবিবুর রহমান এবং সার্জেন্ট তারিকুল ইসলাম জানায়, রায়াপুরা এলাকায় নিয়মিত চেকপোস্ট বসিয়ে যানবাহনের কাগজপত্র তল্লাশি চলছিল। এসময় একটি প্রাইভেটকার ঝালকাঠি যাওয়ার প্রাক্কালে থামিয়ে তল্লাশি করলে তাতে ১২৩ বোতল ভারতীয় ফেন্সিডিল পাওয়া যায়। পরবর্তীতে তাদের সংশ্লিষ্ট নলছিটি সদর থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে- বরিশাল শহরের কাউনিয়ার বাসিন্দা তানিয়ার সহযোগিতায় ফেন্সিডিলগুলো যশোর থেকে ঝালকাঠিতে নিয়ে যাচ্ছিলেন মেহেদী হাসান।
এই ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলার প্রস্তুুতি গ্রহণ করা হয়েছে বলেন জানান নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাখাওয়াত হোসেন।