![মিরসরাইয়ে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাংচুর](https://www.chtmedia24.com/cloud/archives/2025/02/84227-micro.jpg)
![CHT Media24.com অবসান হোক বৈষম্যের](https://www.chtmedia24.com/cloud/archives/fileman/logo.jpg)
শনিবার ● ৫ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বাঙ্গালহালিয়া পুজা মন্ডপ পরিদর্শন করলেন সার্কেল এসপি জোনায়েত
বাঙ্গালহালিয়া পুজা মন্ডপ পরিদর্শন করলেন সার্কেল এসপি জোনায়েত
রাজস্থলী প্রতিনিধি :: শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় বাঙ্গালহালিয়া ইউনিয়নে আজ শনিবার বেলা ১২ টার সময় বাঙ্গালহালিয়া বাজার শ্রী শ্রী দক্ষিনেশ্বর কালী মন্দির পরির্শন করেছেন কাপ্তাই সার্কেল এসপি জোনায়েত কাওছার।
এসময় উপস্থিত ছিলেন চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ উদ্দিন, বাঙ্গালহালিয়া পুলিশ ফাড়ির ইনচার্জ মো. শহিদুর,ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম চৌধুরী,পুজা উৎযাপন কমিটির সভাপতি বিশ্বনাথ চৌধুরী, সাধারণ সম্পাদক অরুন সেন, বিমল দেব, প্রবীর দত্ত, রিটন দত্ত, নয়ন চৌধুরী, রাজু চৌধুরী, পুলক সাহা,বিকাশ বিশ্বাস, রানা চৌধুরী,অজয় দে ও নিটু চক্রবর্তি প্রমুখ।
এ সময় সার্কেল এসপি পূজা মন্ডপ ঘুরে দেখেন এবং পুলিশ ফোর্স, আনসার ভিডিপির সদস্য ও পূজা মন্ডপে আসা নর-নারীদের সাথে সাক্ষাত করেন।
পরে বাঙ্গালহালিয়া ছাগল খাইয়া কৃষ্ণ মন্দিরের পূজা মন্ডপ পরিদর্শনে যান তিনি।