রবিবার ● ৬ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে জুয়ার আসর থেকে আটক-৭
রাউজানে জুয়ার আসর থেকে আটক-৭
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে জুয়ার আসর থেকে ৭ জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল শনিবার রাত পৌনে ১০ টায় রাউজান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গহিরা গ্রামের একটি পোল্ট্রী ফার্মে বসানো জুয়ার আসরে অভিযান পরিচালনা করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ। এসময় ১ হাজার ৬শ ৬০ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ করা হয়। পরে রাত সাড়ে ১০ টায় ভ্রাম্যমাণ আদালত আটককৃত সাত জনকে এক সপ্তাহ করে কারাদন্ড প্রদান করেন।
দন্ড প্রাপ্তরা হলেন : রফিকুল ইসলামের ছেলে রাজু ইসলাম (৪৮), মনির আহমেদ’র ছেলে মো.শহীদুল ইসলাম (২৫), আলতাফ মিয়ার ছেল আবুল কালাম (৬০), আবদুল মোনাফের ছেলে সোলাইমান (২৭), আব্দুল গফুরের ছেলে মো. আশরাফ (৩২), মো. ইদ্রিসের ছেলে কামরুল ইসলাম (৩৯) ও মো. এজাহার মিয়ার ছেলে মীর মাহাবুব উল্লাহ (৩৮)। দন্ড প্রাপ্তরা সকলে রাউজান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গহিরা গ্রামের বাসিন্দা।
ইউএনও জোনায়েদ কবির সোহাগ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সাত জুয়ারিকে আটক করেছি। প্রত্যেককে এক সপ্তাহ করে কারাদন্ড দেয়া হয়েছে। দন্ডপ্রাপ্ত সাতজনকে আজ রবিবার কারাগারে পাঠানো হয়েছে।
রাউজানে আটক তিন গরুচোর কারাগারে
রাউজান :: চট্টগ্রামের রাউজানে চোরাইকৃত গরু নিয়ে পালানোর সময় আটককৃত তিন গরুচোরকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আজ রবিবার বিকালে তাদের কারাগারে পাঠানো হয়।
আটককৃতরা হলেন মো. সুলতানের ছেলে আব্দুল মান্নান (৩০), ফরিদের ছেলে মো. শহীদ (২০) ও শামসুল আলমের ছেলে মো. ফাহিম (১৯)। তারা সকলে রাউজান
পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এই প্রসঙ্গে রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) কেপায়েত উল্লাহ বলেন, গত শনিবার সকাল সাড়ে সাড়ে ১১টায় রাউজান ইউনিয়নের ০৮ নম্বর ওয়ার্ডের দিনমজুর হানিফের গরু চুরি করে পালানোর সময় ডিউটি অফিসার আরাফাত বিন ইউসূফ রাউজান ইউনিয়নের হাফেজ বজুলর রহমান সড়কের বটতল এলাকা থেকে তাদের আটক করে। প্রথমে তারা গরুটি প্রাণি সম্পদ অধিদপ্তরে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছে বললেও পরে স্বীকার করে গরুটি চুরি করে নিয়ে আসছে। পরে গরুর মালিকের বাড়ির ঠিকানা নিয়ে মালিক হানিফের জিম্মায় গরুটি দিয়ে দেয়া হয়। তাদের রিরুদ্ধে হানিফ বাদি হয়ে মামলা দিলে তাদের কোর্টের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রাউজানে জন্ম নিবন্ধন দিবস পালন
রাউজান :: চট্টগ্রামের রাউজানে জন্ম নিবন্ধন দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসান মুরাদ, উপজেলা প্রকৌশলী আবুল কালাম, যুব ইউন্নন কর্মকর্তা শাহ-ই-জাহান, মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। এর আগে র্যালী বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। আলোচনা সভায় ইউএনও জোনায়েদ কবির সোহাগ বরেন, জন্মনির্বন্ধন প্রদানে জনপ্রতিনিধিদের সচেতন হতে হবে। যাতে রোহিঙ্গারা জন্ম নিবন্ধন করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। রাউজানের দুটি ইউনিয়নের চেয়ারম্যানের স্বাক্ষর জালিয়তির বিষয়টি নিয়েও কথা বলেন তিনি। জন্ম নিবন্ধন প্রদানের ক্ষেত্রে যাচাই-বাচাই করার আহবান জানিয়েছেন। আগামীতে জন্মনিবন্ধনের ক্ষেত্রে গোয়েন্দা সংস্থা কাজ করবে বলেও জানান তিনি।