সোমবার ● ৭ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » ঝালকাঠি » ধর্ষণের অভিযোগে প্রজন্মলীগ নেতা শাওনের বিরুদ্ধে মামলা
ধর্ষণের অভিযোগে প্রজন্মলীগ নেতা শাওনের বিরুদ্ধে মামলা
ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠিতে আইনী সহায়তার নামে ধর্ষণের অভিযোগে সদর থানায় বঙ্গবন্ধু ছাত্রযুব প্রজন্মলীগ জেলা শাখার সাধারন সম্পাদক শাওন মোল্লার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। স্বামীর সাথে মতবিরোধের সহযোগীতার কথা বলে নিজ বাসায় নিয়ে ধর্ষণের ঘটনায় ভূক্তোগীনারী এ মামলা দায়ের করেছে।
গত ৬ অক্টোবর রাত্রে ঝালকাঠি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ এর অধিনে মামলাটি (নং ৭) রেকর্ড করা হয়েছে বলে থানা পুলিশ জানিয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়েছে, স্বামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য ঝালকাঠি আদালত প্রাঙ্গনে আসলে পূর্ব পরিচয়ের সূত্রে আমাকে শাওন মোল্লার তার বাসায় থাকতে বলে ও আমার সকল বিষয় নিস্পত্তি করিয়া দিবে বলিয়া জানায়। আমি সরল বিশ্বাসে তার বাসায় কয়েকদিন থাকলে একরাতে সে আমার গলায় ধারালো বটি ঠেকিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর বিয়ের প্রেলোভন দিয়ে ৩মার্চ পর্যন্ত বিভিন্ন সময় ধর্ষন করে বলে দাবী করে।
অভিযোগে আরো উল্লেখ করা হয়, গত ৪ অক্টোবর বাদী পুনরায় শাওন মোল্লা কে ফোন করলে সে অকথ্য ভাষায় গালাগালি করে আমাকে ফোন বা যোগাযোগ করার চেষ্টা করতে নিষেধ করে।
তবে শাওন মোল্লার আপন বোন জানায়, কয়েক মাস পূর্বে ঐ এলাকায় আমি বসবাসকালে এক প্রবাসীর কলেজ পড়ুয়া পুত্র আমার শিশু কন্যাকে ধর্ষন করে। এ ঘটনায় আমার ভাই বঙ্গবন্ধু ছাত্রযুব প্রজন্মলীগের জেলা শাখার সাধারন সম্পাদক শাওন মোল্লা ও সভাপতি এস এম রাজ্জাক পিন্টুর সহযোগীতায় বর্তমান পুলিশ সুপার এর সাথে দেখা করি ও তার নির্দেশে ঝালকাঠি থানায় আমার শিশু কন্যা ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করি। সেই মামলা ধামাচাপা দেয়া ও আমার ভাইকে হয়রানির জন্য অর্থের বিনিময় ষড়যন্তমূলক ভাবে বিতর্কীত এক নারীকে দিয়ে এ মামলা সৃষ্টি করা হয়েছে। আমি পুলিশ সুপার সহ উর্ধতন মহলের কাছে এ মামলার সুষ্ট ও নিরপেক্ষ তদন্ত দাবী করছি।