বুধবার ● ৯ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » জাতীয় » ছাত্রলীগ আ’লীগের অঙ্গ সংগঠন না : প্রধানমন্ত্রী (ভিডিওসহ)
ছাত্রলীগ আ’লীগের অঙ্গ সংগঠন না : প্রধানমন্ত্রী (ভিডিওসহ)
অনলাইন ডেস্ক :: ‘আমি একটা দেশের সরকার প্রধান, ঘুমিয়ে ঘুমিয়ে দেশ চালাই না’ মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষের ভালো-মন্দ সব সময় আমি খেয়াল রাখি।
আজ বুধবার ৯ অক্টোবর বিকালে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
এসময় ছাত্রলীগ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘জিয়াউর রহমান আসার পরে পলিটিক্সটা নষ্ট হয়ে গেছে, আমাদের গঠনতন্ত্রে আপনারা দেখবেন, আমাদের কোন কোন দল আমাদের সহযোগী সংগঠন। তাদের একটি তালিকা আছে। কিন্তু অঙ্গ সংগঠন বলে কোনটা নেই, ছাত্রলীগ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন না। ছাত্র সংগঠন সম্পন্ন আলাদা একটি সংগঠন।’
তিনি আরও বলেন, আমি বুঝেছি, কারণ আপনারা এর আগে ঘুমিয়ে ঘুমিয়ে রাষ্ট্র পরিচালনা দেখেছেন। অনেক রাষ্ট্রপ্রধান বেলা ১২টায় ঘুম থেকে উঠে ‘কী হয়েছে’ জানতে চেয়েছেন। আমি বুঝি না, কেন আপনারা এই প্রশ্নটা করেন। আমি একটা দেশের সরকার প্রধান। কেউ আমাকে দায়িত্ব চাপিয়ে দেয় না, আমি নিজে থেকে সব খবর রাখি। কারণ আমি ঘুমিয়ে দেশ চালাই না। এ দেশ আমার, এ দেশের মানুষ আমার, আমি তাদের ভালো-মন্দ নজরদারিতে রাখি।
সাম্প্রতিক ভারত ও যুক্তরাষ্ট্র সফর সম্পর্কে দেশবাসীকে জানাতে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে যোগ দিতে ২২ থেকে ২৯ সেপ্টেম্বর নিউইয়র্ক সফর করেন। সেখান থেকে ফিরে ৩ থেকে ৬ অক্টোবর দিল্লি সফর করেন। ভিডিও : ইন্ডিপেন্ডেন্ট টিভি