বৃহস্পতিবার ● ১০ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » নদীতে অভিযান চালিয়ে কারেন্ট জাল উদ্ধার করলো ঝালকাঠি এসপি ফাতিহা ইয়াসমিন
নদীতে অভিযান চালিয়ে কারেন্ট জাল উদ্ধার করলো ঝালকাঠি এসপি ফাতিহা ইয়াসমিন
ঝালকাঠি প্রতিনিধি :: সুগন্ধা নদীতে ইলিশ নিধন বিরোধী অভিযান চালিয়ে ৩ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করলো ঝালকাঠি পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। সরকারের দেয়া নিষেধাজ্ঞা বাস্তবায়নের লক্ষে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন আজ বৃহস্পতিবার মধ্যরাতে সুগন্ধা নদীর ঝালকাঠি ও নলছিটি অংশে বিশেষ অভিযান পরিচালনা করেন। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এমএম মাহমুদ হাসান, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু তাহের মিয়া ও সদর থানার উপ-পরিদর্শক সরোয়ার হোসেন এ অভিযানে অংশ নেয়। দীর্ঘক্ষণ খোঁজাখুজির পর সুগন্ধা নদীর ভৈরবপাশা অংশে নদীর মধ্যে বেশ ক’টি প্লাষ্টিকের বোতল ভাসতে দেখে সন্দেহ হলে সেখানে সন্ধান চালিয়ে ৩ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল উদ্ধার করা হয়। নদীতে পুলিশের উপস্থিতি টের পেয়ে জাল ফেলে জেলেরা পালিয়ে যায়। বৈরী আবহাওয়া থাকায় অভিযান দীর্ঘক্ষণ করা সম্ভব হয়নি। অভিযানে উপস্থিত মিডিয়া কর্মীদের পুলিশ সুপার বলেন, মা ইলিশ রক্ষায় সরকারের বেধেদেয়া সময় পর্যন্ত অসাধূ জেলেদের ধরতে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।