বৃহস্পতিবার ● ১০ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়া বাজারে ইলিশ মাছ বিক্রয়কালিন জব্দ
রাঙ্গুনিয়া বাজারে ইলিশ মাছ বিক্রয়কালিন জব্দ
রাঙ্গুনিয়া :: রাঙ্গুনিয়ায় বাজারে অবৈধভাবে ইলিশ মাছ বিক্রির করার সময় অভিযান চালিয়ে মাছ জব্দ করা হয়েছে। অভিযানের আগে বিক্রেতা পালিয়ে যায়। গতকাল বুধবার (৯ অক্টোবর) সকালে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের লিচু বাগান মাছের বাজারে অভিযান চালান ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও মো. মাসুদুর রহমান এবং উপজেলা মৎস্য দপ্তর। অভিযানের সময় মাছের খাঁচায় রাখায় ১৩ কেজি মাছ জব্দ করা হয়। পরে এসব ইলিশ মাছ স্থানীয় চন্দ্রঘোনা তৈয়্যবিয়া মাদ্রাসার এতিম খানায় বিতরণ করেন ইউএনও নিজে। উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে বলেন, ৯ অক্টোবর থেকে ২২ দিন ব্যাপী ইলিশ প্রজনন মৌসুমে ইলিশ মাছ পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছে।