সোমবার ● ১৮ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » অপরাধ » সাদা পোশাকে পুলিশ আর ডিউটি করতে পারবে না - স্বরাষ্ট্রমন্ত্রী
সাদা পোশাকে পুলিশ আর ডিউটি করতে পারবে না - স্বরাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক :: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, “এখন থেকে সাদা পোশাকে পুলিশ আর ডিউটি করতে পারবে না। এমনকি গোয়েন্দা পুলিশ সাধারণ পোশাকে যে দায়িত্ব পালন করেন, তাতে যদি পুলিশের ট্যাগমার্ক লাগানো কটি না পরেন তাহলে তিনি দায়িত্বপালনরত বলে বিবেচিত হবেন না। খুব শিগগিরই পুলিশের দায়-দায়িত্ব নিয়ে নির্দেশনা যাবে।”
সোমবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এদিকে, দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন পরিদর্শক বিকাশ চন্দ্রকে শারীরিকভাবে নির্যাতনকারী রাজধানীর যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরশাদ হোসেনকে (আকাশ) সাময়িক বরখাস্ত করা হয়েছে।
একই ঘটনায় ওই থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নূরে আলম, কনস্টেবল শহিদুল ও লিয়াকতকে প্রত্যাহার করা হয়েছে।