শুক্রবার ● ১১ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » মংখোলা পূর্বারাম বন বিহারে প্রবারণা পূর্ণিমা উদযাপন
মংখোলা পূর্বারাম বন বিহারে প্রবারণা পূর্ণিমা উদযাপন
ষ্টাফ রিপোর্টার :: আজ ১১ অক্টোবর শুক্রবার রাঙামাটি জেলার নানিয়াচর উপজেলায় মংখোলা পূর্বারাম বন বিহারে শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে পূজনীয় মহান ভিক্ষু সঙ্ঘ সমীপে বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, হাজার প্রদীপ দান, আকাশ প্রদীপ দান ও পিণ্ডদানসহ নানাবিধ দান অনুষ্টান অনুষ্ঠিত হয়।
প্রবারণা পূর্ণিমা অনুষ্ঠানে আন্তর্জাতিক ফুরোমোন বন ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ ভৃগু মহাস্থবির, তক্ষশীলা বন বিহারের অধ্যক্ষ করুণা বর্দ্ধন মহাস্থবির, রাঙামাটি রাজবন বিহারের মেত্তাবংশ স্থবিরসহ প্রমূখ ভিক্ষুসংঘ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপাসক-উপাসিকাদের হিত-সুখ মঙ্গল কামনা করে স্ব-ধর্ম দেশনা প্রদান করেন পূর্বারাম বন বিহারের অধ্যক্ষ করুণানন্দ ভিক্ষু। তিনি অনুষ্ঠানে যারা কায়িক, বাচনিক ও মানসিক, ভূমি দান তথা সকলকে অতি সংক্ষিপ্ত আকারে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ধর্মদেশনা করেন রাঙামাটি রাজবন বিহারের মেত্তাবংশ স্থবির, তক্ষশীলা বন বিহারের অধ্যক্ষ করুণা বর্দ্ধন মহাস্থবির, ভৃগু মহাস্থবির, এসময় ধর্মদেশনাকালে ভিক্ষুগণ ভূমি দানের ফল লাভ কিভাবে পাওয়া যায়, পুত্র দান দিলে মাতা-পিতার ফল লাভ, স্বর্গ, নরক, ব্রহ্মলোক ও নির্বাণের সম্বন্ধে বিভিন্ন উপমা আকারে বুঝিয়ে দিয়ে দেন।
ধর্মীয় অনুষ্ঠান শুরুতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নানিয়ারচর জোন কমান্ডারের প্রতিনিধি সিনিয়র ওয়ারেন্ট অফিসার শহীদুল ইসলাম ।