শনিবার ● ১২ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
গাইবান্ধায় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
গাইবান্ধা প্রতিনিধি :: জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ৫০ বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তি উদযাপনের লক্ষ্যে গাইবান্ধায় আজ শনিবার বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় শ্রমিক লীগ জেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে। র্যালীটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে দলীয় কার্যালয়ে জেলা শ্রমিক লীগের সভাপতি খায়রুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুধাংশু কুমার রায়ের সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাড. সৈয়দ শামস-উল আলম হিরু ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরহাদ আব্দুল্যাহ হারুন বাবলু, সুলতান আলী মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, রণজিৎ বকসী সুর্য, পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, তানজিমুল ইসলাম, সাইফুল আলম সাকা, আমিনুর জামান রিংকু, রেজাউল করিম রেজা, মাহমুদা পারুল, সরদার মো. শাহীদ হাসান লোটন, আহসান হাবীব রাজিব প্রমুখ।
গাইবান্ধায় জেলা পিকআপ মালিক সমিতির কমিটি গঠন
গাইবান্ধা :: গাইবান্ধা জেলা পিকআপ মালিক সমিতি (রেজিঃ নং রাজ- ২৮৫৫) এর ৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
নবনির্বাচিত কর্মকর্তারা হলেন- সভাপতি অসিম কুমার সাহা, সহ-সভাপতি মো. আনিছুর রহমান রুজ, সাধারণ সম্পাদক খান মো. সাইদ হোসেন জসিম, সহ-সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন বাবু, সাংগঠনিক সম্পাদক মো. সামিউল হুদা, অর্থ সম্পাদক মো. শহিদুর রহমান, দপ্তর ও প্রচার সম্পাদক মো. হামিদ মিয়া, সড়ক সম্পাদক মো. ফরিদ মিয়া ও সদস্য মো. সাদা মিয়া।
উল্লেখ্য যে, গাইবান্ধা জেলা পিকআপ মালিক সমিতি (রেজিঃ নং রাজ- ২৮৫৫) পূর্বের মেয়াদ পূর্ণ হওয়ায় নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। নির্বাচিত ৯ সদস্য বিশিষ্ট এই কার্যনির্বাহী কমিটি আগামী তিন বছরের জন্য বহাল থাকবে।
বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে ছাত্রদের মানবন্ধন
গাইবান্ধা :: বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে শনিবার গাইবান্ধা শহরের ডিবি রোডের ১নং ট্রাফিক মোড়ে এক মানববন্ধনের কর্মসূচি পালন করে।
এইচএম রাফসান রাজন বুটেক্সের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন এহসানুল হক সৌরভ, ওমর আল সানি প্রমুখ। বক্তারা বলেন, বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদকে ছাত্রলীগের সন্ত্রাসীরা হলের ভেতরে প্রকাশ্যে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করেছে। তারা বলেন, আবরার ফাহাদের হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।