রবিবার ● ১৩ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » দুর্নীতি ও দলবাজির কারণে গ্রামাঞ্চলে সামাজিক সুরক্ষা ব্যর্থ হয়েছে : সাইফুল হক
দুর্নীতি ও দলবাজির কারণে গ্রামাঞ্চলে সামাজিক সুরক্ষা ব্যর্থ হয়েছে : সাইফুল হক
শেরপুর প্রতিনিধি :: আজ রবিবার ১৩ অক্টোবর শেরপুর নালীতাবাড়ী ও খেতমজুর ইউনিয়নের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক এবং খেতমজুর ইউনিয়নের সভাপতি জননেতা সাইফুল হক বলেন, ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য খেতমজুরসহ গ্রামীণ মেহনতি মানুষের আন্দোলন ও সংগঠন জোরদার করার আহ্বান জানান এবং বলেন, নিজেদের সংগ্রামী সংগঠন ছাড়া শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করা যাবে না।
তিনি বলেন, সরকারের কথিত উন্নয়নের রাজনীতি গ্রামের গরীবদের অধিকার ও ভোট কেড়ে নিয়েছে।
তিনি বলেন, গ্রামীণ প্রকল্পসমূহের দুর্নীতি ও দলবাজীর কারণে অধিকাংশ শ্রমজীবী মানুষের সামাজিক সুরক্ষা ও কর্মসূচির সুফল পাচ্ছে না। তিনি খেতমজুরদের সারাবছর কাজ ও বাঁচার মত ন্যায্য মজুরী ও গ্রামীণ রেশনিং চালু করার দাবি জানান।
খেতমজুর ইউনিয়নের নেত্রী রাজিয়া সুলতানার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন খেতমজুর ইউনিয়নের কেন্দ্রীয় নেতা আকবর খান, সজীব সরকার রতন, হুমায়ুন মুজিব, স্থানীয় খেতমজুর সংগঠক ইসমাইল হোসেন, আমির হামজা প্রমুখ।
সভায় বক্তারা ১ নভেম্বর খেতমজুর ইউনিয়নের কেন্দ্রীয় সম্মেলন সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
ইসমাইল হোসেনকে সভাপতি ও আমির হামজা কে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট শেরপুর জেলা কমিটি গঠন করা হয়।