রবিবার ● ১৩ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে পুলিশের বাধায় বিএনপি’র একাংশের সমাবেশ পন্ড : আটক-২
বান্দরবানে পুলিশের বাধায় বিএনপি’র একাংশের সমাবেশ পন্ড : আটক-২
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে জেলা বিএনপির একাংশের উদ্যোগে ভারতের সঙ্গে দেশবিরোধী চুক্তি বাতিল, দাবি, বুয়েটের ছাত্র আবরারকে পিটিয়ে হত্যার প্রতিবাদ ও চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও জনসভা পুলিশের বাধায় পন্ড হয়ে গেছে। আজ রবিবার ১৩ অক্টোবর বেলা ১২টায় শহরের চৌধুরী মার্কেট এলাকায় বিএনপির জেলা কার্যালয়ের সামনে এ ঘটান ঘটে।
সূত্রে জানা যায়, বাংলাদেশ সরকারের ভারতের সঙ্গে দেশবিরোধী চুক্তি বাতিল, বুয়েটের ছাত্র আবরারকে পিটিয়ে হত্যার প্রতিবাদ ও চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ ও সভা করতে চাইলে পুলিশ বাধা দেয়। এক ঘটনায় ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করেছে পুলিশ।
এ বিষয়ে বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, প্রশাসনের অনুমতি ছাড়া হঠাৎ করে বিএনপির বিক্ষোভ সমাবেশ করছিলা। এ সময় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।