রবিবার ● ১৩ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় খালেদা জিয়ার মুক্তি ও আবরার হত্যার বিচারের দাবিতে বিএনপি’র জনসমাবেশ
গাইবান্ধায় খালেদা জিয়ার মুক্তি ও আবরার হত্যার বিচারের দাবিতে বিএনপি’র জনসমাবেশ
গাইবান্ধা প্রতিনিধি :: বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, দেশের স্বার্থ বিরোধী চুক্তি ও ছাত্রলীগের বর্বর হামলায় বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার সাথে জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ রবিবার গাইবান্ধা জেলা বিএনপি দলীয় কার্যালয়ের সামনে এক জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক মইনুল হাসান সাদিক। জনসমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকার, শহিদুজ্জামান শহীদ, সাবেক এমপি সাইফুল আলম সাজা, সাদুল্যাপুর থানা বিএনপির সভাপতি শামছুল হক, মোর্শেদ হাবীব সোহেল, খন্দকার ওমর ফারুক সেলু, ফারুক আহমেদ, বাবুল আহমেদ, মঈন প্রধান লাবু, সাদেকুল ইসলাম নাননু, মো. ইলিয়াস হোসেন, আনিছুর রহমান নাদিম, অ্যাড. মনজুর মোর্শেদ বাবু, রাগিব হাসান চৌধুরী, আবু বকর সিদ্দিক স্বপন, অ্যাড. মিজানুর রহমান মিজান, সাজ্জাদ হোসেন পল্টন, আবু আলা মওদুদ, হুনান হক্কানী, শামীম আহমেদ পলাশ, আব্দুল হাই, ঝরনা মান্নান, খন্দকার জাকারিয়া আলম জিম, তারেকুজ্জামান তারেক প্রমুখ।
গাইবান্ধায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
গাইবান্ধা :: ‘নিয়ম মেনে অবকাঠামো গড়ি জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ রবিবার আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে গাইবান্ধায় বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও দূর্যোগ মোকাবেলা প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত হয়।
এদিকে দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পের আওতায় গাইবান্ধায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের ৬৪টি জেলায় ১১ হাজার ২৭৩টি দুর্যোগ সহনীয় ঘর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) ও কাজের বিনিময়ে টাকা (কাবিটা) কর্মসূচির বিশেষ বরাদ্দের অর্থ দিয়ে তৈরী গৃহহীন মানুষের জন্য ৫শ’ বর্গফুটের প্রতিটি ঘর নির্মাণ করা হয়। এসমস্ত ঘরে থাকবে দুটি কক্ষ, একটি করিডোর, একটি বাথরুম ও একটি রান্না ঘর। আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে এই ভিডিও কনফারেন্সটি সরাসরি সম্প্রচার করে বাংলাদেশ টেলিভিশন। উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থা মন্ত্রণালয় আগামী ৫ বছরে টিআর ও কাবিটার বিশেষ বরাদ্দের ৩ হাজার কোটি টাকা দিয়ে দরিদ্রদের জন্য ১ লাখ ২৫ হাজার নতুন ঘর নির্মাণ করে দেবে বলে জানা গেছে।
এদিকে এই কর্মসূচির আওতায় গাইবান্ধা জেলার সাতটি উপজেলার জন্য ৩০৬ ঘর বরাদ্দ দেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষে গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৩০৬টির বাসগৃহ গ্রহীতাদের নামের ফলোক উন্মোচন করেন জেলা প্রশাসক মো. আব্দুল মতিন। এরপর আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আব্দুল মতিন, সিভিল সার্জন ডাঃ এবিএম আবু হানিফ, পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার রাহাত গাওহারী, জেলা ত্রাণ কর্মকর্তা মো. ইদ্রিস আলী, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, সহকারি কমিশনার এসএম ফয়েজ উদ্দিন প্রমুখ।
এর আগে জেলা প্রশাসক মো. আব্দুল মতিনের নেতৃত্বে দিবসটি উপলক্ষে স্থানীয় স্বাধীনতা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে শেষ হয়। সেখানে দুর্যোগ মোকাবেলায় করণীয় বিষয়ে ফায়ার সার্ভিসের দমকল বাহিনী, স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবক, স্কাউট ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের একটি মহড়া অনুষ্ঠিত হয়।
উল্লে¬খ্য, দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পের আওতায় গাইবান্ধায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৭ কোটি ৯১ লাখ ১০ হাজার টাকা ব্যয়ে ৩০৬টি ঘর নির্মাণ করা হচ্ছে। উক্ত ঘরগুলো বন্যা ও নদী ভাঙন কবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মধ্যে হস্তান্তর করা হয়েছে।
গাইবান্ধা জেলা আইন শৃংখলা কমিটি সভা অনুষ্ঠিত
গাইবান্ধা :: গাইবান্ধা জেলা আইন শৃংখলা কমিটি ও আইন শৃংখলা বিষয়ক অন্যান্য মাসিক সভা রবিবার জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুল মতিন।
অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার রাহাত গাওহারী, পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, সিভিল সার্জন ডা: এবিএম আবু হানিফ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, জেলা মটর মালিক সমিতির সভাপতি কাজী মকবুল হোসেন, গাইবান্ধা প্রেস ক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রিজের জেলা সভাপতি শাহজাদা আনোয়ারুল কাদিরসহ সরকারি কর্মকর্তারা প্রমুখ।
জেলা আইন শৃংখলা কমিটির সভায় জেলা শহরের যানজট নিরসন কল্পে জেলার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উন্নয়ন, মাদক দ্রব্য নিয়ন্ত্রন, মাদক সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তিতে বিচার ব্যবস্থা দীর্ঘ শক্তিতা পরিহার করে দ্রুত বিচার সম্পন্ন, চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা, ভ্রাম্যমান মোবাইল কোর্ট পরিচালনাসহ জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও জেলার চোরাচালান প্রতিরোধ সমন্বয় কমিটি, জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি, জেলা পুলিশ ম্যাজিস্ট্রেসি, জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি, নারী ও শিশু পাচার সংক্রান্ত মামলাসমূহের যথাযথভাবে মনিটরিং, নারী ও শিশু পাচার সংশি¬ষ্ট ভিকটিমদের উদ্ধার ও পুনর্বাসন কমিটি, ঔষুধের অনিয়মক প্রতিরোধ সংক্রান্ত জেলা অ্যাকশন কমিটি, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন ও প্রচারণা কমিটি, জেলা মানব পাচার প্রতিরোধ কমিটি সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। এসব সভায় সংশি¬ষ্ট বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
সভাগুলোতে সংশি¬¬ষ্ট কমিটির সদস্য, ৭টি উপজেলার নির্বাহী কর্মকর্তা, র্যাব, বিজিবি, মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, জেলাসহ সকল বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।