রবিবার ● ১৩ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » খুলনা বিভাগ » দেশ বিরোধী চুক্তি বাতিল, খালেদা জিয়ার মুক্তি দাবীতে ঝিনাইদহে বিএনপি’র বিক্ষোভ
দেশ বিরোধী চুক্তি বাতিল, খালেদা জিয়ার মুক্তি দাবীতে ঝিনাইদহে বিএনপি’র বিক্ষোভ
ঝিনাইদহ প্রতিনিধি :: দেশ বিরোধী চুক্তি বাতিল, খালেদা জিয়ার মুক্তি দাবী ও আরবার হত্যার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। আজ রবিবার সকালে শহরের এইচ এস এস সড়কের জেলা বিএনপির কার্যালয়ে এ কর্মসূচী পালন করে তারা। সকালে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সেসময় পুলিশের বাঁধায় তারা রাস্তায় নামতে পারেনি। পরে দলীয় কার্যালয়ের ভিতরে সমাবেশ করে। জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. এস এম মশিয়ুর রহমান, এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল ওহাব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. আব্দুল মজিদ, যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান, জাহিদুজ্জামান মনা, এ্যাড, কামাল আজাদ পান্নু, আব্দুল মজিদ বিশ্বাসসহ অন্যান্যরা। বক্তারা, ভারতের সাথে দেশের স্বার্থ বিরোধি চুক্তি বাতিল, বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বুয়েট ছাত্র আরবার ফাহাদ হত্যাকারিদের শাস্তির দাবি জানান। সেই সাথে তাদের শান্তিপুর্ণ বিক্ষোভ সমাবেশে পুলিশি বাঁধার নিন্দা জানান।
প্রধান শিক্ষককে অবশেষে মেহেরপুরে বদলী
ঝিনাইদহ ;: ঝিনাইদহ সরকারী বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুজ্জামানকে দুর্নীতির দায়ে বদলী করা হয়েছে। ঘুষ খেয়ে নীতিমালা বহির্ভুত ছাত্র ভর্তির অভিযোগ প্রমানিত হওয়ায় তাকে মেহেরপুর সরকারী বালিকা বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে বদলী করা হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মাধ্যমিক অধিদপ্তরের মহাপরিচালক ড. সৈয়দ মোঃ গোলাম ফারুক তার দপ্তরের এক প্রজ্ঞাপনে (যার স্মারক নং ৩৭.০২.০০০০.১০৬.২৭.০০১.১৬.১৫১০) আজ রবিবার (১৩ অক্টোবর) মধ্যে বিমক্ত হবেন বলে নির্দেশ প্রদান করেন। তবে প্রধান শিক্ষক মিজানুজ্জামান গতকাল পর্যন্তও দায়িত্ব হস্তান্তর না করে অফিস করেছেন বলে তিনি নিজেই জানান। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মাধ্যমিক অধিদপ্তরের সহকারী পরিচালক মাধ্যমিক-১ আমিনুল ইসলাম টুকু খবরের সত্যতা নিশ্চিত করেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের খুলনা পরিচালকের অফিস সুত্রে জানা গেছে, ঝিনাইদহ সরকারী বালক বিদ্যালয়ে ঘুষ খেয়ে নীতিমালা বহির্ভুত ছাত্র ভর্তি করেন প্রধান শিক্ষক মিজানুজ্জামান। এ বিষয়ে কয়েকজন ছাত্র অভিভাবক লিখিত অভিযোগ করলে সরেজমিন তদন্তে বিষয়টি প্রমানিত হয়। তদন্ত প্রতিবেদন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মাধ্যমিক অধিদপ্তরের মহাপরিচালক বরাবর পাঠালে সেখান থেকে মিজানুজ্জামানকে গত ১০ অক্টোবর শাস্তিমুলক বদলী করে মেহেরপুর পাঠানো হয়। অভিযোগ উঠেছে এ সংক্রান্ত ফাইল খুলনা থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অফিসে পাঠালে অর্থের বিনিময়ে পরিচালক ড. আব্দুল মান্নান ধামাচাপা দেন। পরে শিক্ষামন্ত্রীর নির্দেশে এই বদলীর আদেশ কর্যকর হয়।
১০ বছর পর কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির নতুন কমিটি করার সিদ্ধান্ত
ঝিনাইদহ :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কালীগঞ্জ পৌর কমিটি ও উপজেলা কমিটির পৃথক বর্ধিত সভা ঝিনাইদহ জেলা বিএনপি’র কার্যালয়ে শনিবার অনুষ্ঠিত হয়। পৃথক দু’টি সভায় সভাপতিত্ব করেন যথাক্রমে পৌর বিএনপি’র সভাপতি আতিয়ার রহমান ও উপজেলা বিএনপি’র সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি শহিদুজ্জামান বেল্টু। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র আহ্বায়ক এ্যাড. এস.এম মশিয়ুর রহমান। বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সদস্য সচিব এ্যাড. এম.এ. মজিদ, আক্তরুজ্জামান, জাহিদুজ্জামান মনা ও এ্যাড. কামাল আজাদ পান্নু। কমিটির সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ২ বছর মেয়াদী কালীগঞ্জ উপজেলা এবং পৌর কমিটি দীর্ঘ ১০ বছর পরে ভেঙ্গে দেয়ার সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়াও দ্রুততম সময়ের মধ্যে কালীগঞ্জ পৌর ও উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি দেয়ার সিদ্ধান্ত গৃহিত হয়েছে।
আবরার ফাহাদ হত্যাকারীদের শাস্তির দাবীতে ঝিনাইদহে মানববন্ধন
ঝিনাইদহ :: বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকারীদের শাস্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। আজ রবিবার সকালে শহরের পোষ্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে সচেতন নাগরিক কমিটি (সনাক)। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সনাকের কর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। কর্মসূচীতে সনাকের সভাপতি সায়েদুল ইসলাম, সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল, সুজনের সভাপতি মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু, কথন সাংস্কৃতিক সংসদ (কসাসের) সভাপতি উম্মে সায়মা জয়াসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এসময় বক্তারা, আবরার হত্যাকান্ড বাক্স্বাধীনতার উপর নিষ্ঠুরতম আঘাত দাবী করে দ্রুত এর সাথে জড়িতদের শাস্তির দাবী জানান।
ঝিনাইদহে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ঝিনাইদহ :: ‘নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি’ এ শ্লেগানকে সামনে রেখে ঝিনাইদহে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে রবিবার সকালে কালেক্টরেট চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, অতিরিক্ত জেলা প্রশাসক আরিফ-উজ-জামান, সেলিম রেজা, জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা বজলুর রশিদ, ঝিনাইদহ ফায়ার সার্ভিসের উপ-সহকারী কর্মকর্তা নিজাম উদ্দিনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা, দুর্যোগ মোকাবেলায় নিয়ম মেনে অবকাঠানো নির্মাণ ও সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।