রবিবার ● ২৭ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » উপজেলা পর্যায়ে উন্নয়ন মেলা অনুষ্ঠিত
উপজেলা পর্যায়ে উন্নয়ন মেলা অনুষ্ঠিত
কাউখালি প্রতিনিধি :: ২৭ সেপ্টেম্বর:বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক অর্জনের উপর উপজেলা উন্নয়ন মেলা-২০১৫ উপলক্ষে ২০২১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র মুক্ত মধ্যম আয়ের বাংলাদেশ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ উপলক্ষে ২৭ সেপ্টেম্বর সকাল ১০ টায় রাঙামাটি জেলার কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে এক শোভা যাত্রা আলোচনা সভা অনুষ্ঠিত হয় ৷
এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক র্যালী উপজেলার
বিভিন্ন গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষেকাউখালী উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ৷ আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মিসেস আফিয়া আখতার ৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌচা মং চৌধুরী (এস এম চৌধুরী) ৷ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার কমল বরন সাহা, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ মুছা খান, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মোঃ বেলাল উদ্দিন, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার কৌশিক চাকমা, মেডিকেল অফিসার ডাঃ টিবলু দাশ প্রমুখ ৷ আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ধীমান চাকমা, চেযারম্যান থুই মং মারমা, এসআই জস চাকমা, সাংবাদিক মোঃওমর ফারুক, মাওলানা মোঃ গোলাম ফারুক রেশম বোর্ডের সুপার ভাইজার ফরিদা পারভিন,আশিষ কুমার দাশ ৷ বক্তারা বলেন, বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী, প্রধান মন্ত্রী শেখ হাসিনা উন্নয়নে বিশ্বাস করেন, তিনি সরকারের দায়িত্ব ভার গ্রহনের পর থেকে সারা দেশে উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন ৷ বর্তমানে দেশ উন্নয়নের জোয়ারে ভাসঁছে দেশের মানুষ আজ শান্তিতে আছে ৷ বর্তমান প্রধান মন্ত্রী ৮ টি বিশেষ উদ্যোগের উপর জোড়ালো কাজ করেছেন বলে দেশ আজ
এগিয়ে চলছে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন ৷
আপলোড : ২৭ সেপ্টেম্বর ২০১৫ :বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৫.৪৮ মিঃ