রবিবার ● ২০ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে নিহত-৪ আহত শতাধিক : বিজিবি মোতায়েন
ভোলায় পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে নিহত-৪ আহত শতাধিক : বিজিবি মোতায়েন
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়াকে কেন্দ্র করে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পুলিশের সঙ্গে গ্রামবাসীর দফায় দফায় সংঘর্ষের ঘটনায় চারজন নিহত ও শতাধিক আহত হয়েছেন।
আজ রবিবার বেলা ১১টার দিকে উপজেলা সদরের বোরহানউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতদের চারজনের মধ্যে দুইজন ছাত্র রয়েছে বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে ৪ প্লাটুন সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাচিয়া ইউনিয়নের বিপ্লব নামে এক যুবকের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে উপজেলাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ফেসবুক পোস্টটির জেরে রবিবার বিক্ষোভ সমাবেশের ডাক দেয় স্থানীয়রা। তারা বোরহানউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ থেকে মিছিল নিয়ে থানার দিকে যেতে চাইলে চাইলে পুলিশি বাধার মুখে পড়ে। এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়।