শনিবার ● ২৬ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » পাবনা » চাটমোহরে বিদ্যুতের লোডশেডিংয়ে মানুষের ভোগান্তি
চাটমোহরে বিদ্যুতের লোডশেডিংয়ে মানুষের ভোগান্তি
পাবনা প্রতিনিধি :: পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ আওতাধীন ৬ উপজেলায় ৩ সপ্তাহ যাবৎ বিদ্যুতের অতিরিক্ত লোডশেডিংয়ে মানুষের ভোগান্তি বেড়েছে। বিদ্যুতের লোডশেডিংয়ে গ্রাম গঞ্জে গড়ে ৭/৮ ঘন্টা বিদ্যুৎ থাকছে না। বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে খুব দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরবে এমনটাই বলছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।
চাটমোহর ও ফরিদপুর সোমবার সকাল থেকে সারাদিন প্রায় ১০/১২ বার লোডশেডিং করা হয়েছে। যা একেবারেই অস্বস্তিকর।
দেখা গেছে, গত এক মাস পূর্বেও পাবনা পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুৎ সরবরাহ আশানুরুপ ছিল। সম্প্রতি কোন কারণ ব্যতিরেকে আবারও বিদ্যুৎ লোডশেডিং শুরু হয়েছে। দিনের বেলায় প্রখর তাপে ভ্যাপসা গরমে জনমনে নাভিস্বাসে উঠেছে।
বিদ্যুৎ লোডশেডিং দিনের তুলনায় রাতের বেলায় বেশি হচ্ছে। ফলে মানুষ গরমে হাসফাঁস পরিস্থিতির মধ্যে বিনিন্দ্র রজনী পার করছে। এক্ষেত্রে সবচেয়ে বেশি অসুবিধায় পড়েছে ছোট ছোট শিশু ও বয়ঃবৃদ্ধ মানুষ। এছাড়া বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে মিল কলকারখানার বৈদ্যুতিক মেশিন সামগ্রী নষ্ট হয়ে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যেও স্থবিরতা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে কাপড়ের দোকানে, ওয়েল্ডিং কারখানাসহ বিভিন্ন ধরনের মিল কলখানা উৎপাদিত পণ্য সঠিক সময়ে সরবরাহ করতে পারছে না বলে ভূক্তভোগীরা জানিয়েছেন।
লোডশেডিং বিষয়ে চাটমোহর ব্যবসায়ী সমিতির নেতা শেখ সালাহ উদ্দিন ফিরোজ বলেন, বিদ্যুতের লোডশেডিংয়ে ক্ষতিগ্রস্থ হচ্ছে ব্যবসায়ীরা। মিল কল কারখানাখানায় ঘন ঘন লোডশেডিংয়ে ইলেকট্রিক যন্ত্রাংশা পুড়ে যাচ্ছে।
এব্যাপারে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ জেনারেল ম্যানেজার প্রকৌশলী মাশফিকুল হাসান বলেন, সমিতিতে নিরবিচ্ছিন্ন ভাবে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে ৩৫/৩৬ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন। সরবরাহ পাচ্ছি প্রয়োজন অনুয়ায়ী একেবারেই অপ্রতুল। পূর্বে থেকে অনেকটাই বিদ্যুৎ সরবরাহ ভালো। দ্রুত লোডশেডিং স্বাভাবিক অবস্থায় আসবে।