রবিবার ● ২৭ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বন্য হাতির আক্রমনে বান্দরবনে কৃষকের মৃত্যু
বন্য হাতির আক্রমনে বান্দরবনে কৃষকের মৃত্যু
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ভাগ্যকুল এলাকায় ধান ক্ষতে পাহারা দেওয়ার সময় বন্য হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত কৃষক সুয়ালক ইউনিয়নের ভাগ্যকুল এলাকার বাসিন্দা মৃত আব্দুস সোবাহানের ছেলে শফিকুর রহমান(৪৫)। গতকাল শনিবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ১০ টার দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ভাগ্যকুল এলাকায় কৃষক শফিকুর রহমান নিজ আবাদকৃত ধানক্ষেত পাহারা দেওয়ার সময় এক দল বন্য হাতি তাকে আক্রমণ করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
প্রত্যক্ষদর্শী ভাগ্যকুলের বাসিন্দা নুরুল ইসলাম বলেন, এ মৌসুমে আবাদকৃত ধান পাকার কারণে দীর্ঘদিন ধরে আমাদের ভাগ্যকুল এলাকায় বন্যহাতির জ্বালায় জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। এমন অবস্থায় আমাদের প্রতিবেশী কৃষক শফিকুর রহমান বন্য হাতির আক্রমণে প্রাণ হারান।
সুয়ালক ইউনিয়নের ভাগ্যকুল ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার আব্দুল মালেক জানান, কৃষক শফিকুর রহমান নিজের আবাদকৃত জমিতে ধান চাষ করেছিল। ধান পাকার কারণে সে তার কামার বাড়িতে ধান ক্ষেত পাহারা দিচ্ছিল। এমন অবস্থায় একটি বন্য হাতির পাল অতর্কিতভাবে খামার ঘর থেকে তাকে টানাহেঁচড়া করে নামিয়ে আছাড় দিলে ঘটনাস্থলে শফিকুর রহমান মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর রেঞ্জ কর্মকর্তা (আরও) আবুল কালাম আজাদ বলেন, বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু খবর পেয়েছি এই ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।