![রাঙামাটিতে মডেল মসজিদ নির্মাণ কাজের তদারকি](https://www.chtmedia24.com/cloud/archives/2025/02/7500-micro.jpg)
![CHT Media24.com অবসান হোক বৈষম্যের](https://www.chtmedia24.com/cloud/archives/fileman/logo.jpg)
সোমবার ● ২৮ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » আন্তর্জাতিক ত্রিপিটক চান্টিং অনুষ্ঠানে যোগ দিতে ভিক্ষু সুমনোপ্রিয় ভারতে
আন্তর্জাতিক ত্রিপিটক চান্টিং অনুষ্ঠানে যোগ দিতে ভিক্ষু সুমনোপ্রিয় ভারতে
চট্টগ্রাম প্রতিনিধি :: গত ২৬ অক্টোবর শনিবার বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং মহানন্দ সংঘরাজ বিহারের আবাসিক প্রধান ভিক্ষু সুমনোপ্রিয় স্থবির সারানাথ, দিল্লির কুরোরাজ্য, শাংকাস্য, নেপালের লুম্বিনি, শ্রাবস্তী, কুশিনগর, বৈশালী অনুষ্ঠিত আন্তর্জাতিক ত্রিপিটক চান্টিং যোগদান করার জন্য ভারত সফর করছেন।
উল্লেখ্য আন্তর্জাতিক ত্রিপিটক চান্টিং অনুষ্ঠানে ২৫ টি দেশের ভিক্ষুগণ অংশ গ্রহন করবেন।
বাংলাদেশ থেকে একমাত্র ভিক্ষু সুমনোপ্রিয় স্থবির আন্তর্জাতিক ত্রিপিটক চান্টিং অনুষ্ঠানে অংশ গ্রহনকারী ভিক্ষু।
তিনি সবার কাছে আর্শিবাদ এবং পুণ্যদান প্রত্যাশা করেছেন।