বুধবার ● ২০ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » সাঘাটায় দলিত হরিজন জনগোষ্ঠীর মানবাধিকার শীর্ষক সভা
সাঘাটায় দলিত হরিজন জনগোষ্ঠীর মানবাধিকার শীর্ষক সভা
গাইবান্ধা জেলা প্রতিনিধি :: বুধবার ২০ জানুয়ারী বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন(বিডিইআরএম) গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে ১০নং বোনারপাড়া ইউনিয়ন পরিষদ সভাকক্ষে সাঘাটা উপজেলার দলিত হরিজন জনগোষ্ঠীর মানবাধিকার ও উন্নয়ণ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপত্বিত করেন সাঘাটা উপজেলা বাসফোড়(হরিজন)কল্যাণ পরিষদের সভাপতি রনজীৎ বাসফোড়।
বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন(বিডিইআরএম) গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক রাজেশ বাসফোড় এর পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃআবু সুফিয়ান মন্ডল,১০নং বোনারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আহসানুল কবির, সচেতন নাগরিক কমিটি(সনাক) গাইবান্ধা জেলা শাখার সহ সভাপতি প্রবীর চক্রবর্তী, বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন(বিডিইআরএম) গাইবান্ধা জেলা শাখার সভাপতি সন্তোষ বাসফোড়। এসময় আরো উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা বাসফোড়(হরিজন)কল্যাণ পরিষদের সহ সভাপতি ভানুয়া বাসফোড়, সাঘাটা উপজেলা বাসফোড়(হরিজন)কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক দীলিপ বাসফোড়,গাইবান্ধা সদর উপজেলা বাসফোড়(হরিজন)কল্যাণ পরিষদের সভাপতি কির্তন বাসফোড় সহ আর দলিত হরিজন সম্প্রদায়ের সদস্যবৃন্দ।
আলোচনা সভায় বিডিইআরএম এর ৮দফা দাবীর প্রতি সংহতি প্রকাশ কে বক্তারা সঘাটা উপজেলার দলিত জনগোষ্ঠীর প্রতি অস্পৃশ্যতা বন্ধে নিজেদের সচেতন হবার আহ্বান জানান।দলিত হরিজন সমাজের বর্তমান ও ভবিষৎ প্রজন্মকে শিক্ষত করে গড়ে তোলার আহ্বান জানান । সাঘাটা উপজেলায় দলিত হরিজনদের সার্বিক উন্নয়নে বোনারপাড়া ইউনিয়ন পরিষদ ও সমাজসেবা অধিদপ্তরের ভূমিকা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যাক্ত করে।
আপলোড : ২০ জানুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৬.২০ মিঃ